২ আগস্ট ২০১৭, বুধবার, ৯:২৮

সাত মাসে ২২৯ শিশু ধর্ষণের শিকার

পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মোট ২২৯ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।এরমধ্যে মারা গেছে আটজন। ধর্ষণের চেষ্টা করা হয়েছে আরো ২২ শিশুকে। ধর্ষণের শিকার শিশুদের মধ্যে ২২৩ জন মেয়েশিশু এবং দুইজন ছেলেশিশু। বাকি চারজনের নাম ও লিঙ্গ পরিচয় উল্লেখ করা হয়নি সংবাদে।


সারাদেশে অব্যাহত শিশু নির্যাতনের ঘটনায় মানুষের জন্য ফাউন্ডেশন ছয়টি পত্রিকার আধেয় বিশ্লেষণ করে এই তথ্য-উপাত্ত পেয়েছে। ধর্ষণ ছাড়াও মোট ১৫৮ শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয়েছে, এরমধ্যে নিহত হয়েছে তিন জন। বাকিরা গুরুতর আহত। নির্যাতিত শিশুদের মধ্যে ৩২ জন মেয়েশিশু। ছেলেশিশুর সংখ্যা ৬৯ জন। প্রকাশিত খবরে বাকি ৫৭ জনের নাম ও লিঙ্গ উল্লেখ করা হয়নি।

ছয়টি জাতীয় দৈনিকের আধেয় বিশ্লেষণ করে দেখা গেছে শিশু ধর্ষণের সংবাদ প্রকাশিত হয়েছে ২১৯টি। শিশু ধর্ষণ চেষ্টার সংবাদ প্রকাশিত হয়েছে কমপক্ষে ২২টি এবং শিশু নির্যাতনের সংবাদ প্রকাশিত হয়েছে ৮৫টি।

সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনায় মামলা হলেও মামলার অগ্রগতি কম। খুব অল্প কিছু ক্ষেত্রে অভিযুক্ত অপরাধী বিচারের আওতায় এলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা-ছোঁয়ার বাইরে।

শিশু নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পাওয়ায় মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। এমজেএফ মনে করে স্পেশাল ট্রাইব্যুনালের আওতায় এনে এইসব অপরাধীর দৃষ্টান্তমূলক বিচার তরান্বিত করা হোক। সেইসাথে সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। মানুষের জন্য ফাউন্ডেশন এধরণের যেকোন উদ্যোগের সাথে কাজ করবে।


 

http://www.ittefaq.com.bd/national/2017/08/01/122426.html