৩০ জুলাই ২০১৭, রবিবার, ৮:৫৩

ঢাকার জলজট: ওয়াসা-সিটি করপোরেশন চাপানউতোর

কোথাও ড্রেনেজ উপচে ময়লা পানি বের হয়ে এলাকার পরিবেশ দূষিত করছে। কোথাও বা ড্রেন ভাঙা থাকায় রাস্তাঘাট প্লাবিত হচ্ছে। ভালো থাকা ড্রেনগুলোতেও তলানি জমে প্রায় অকেজো হয়ে রয়েছে। দীর্ঘদিন ড্রেনের উন্নয়ন না হওয়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পুরো শহর। এই যখন রাজধানীর অবস্থা তখন খোদ ড্রেনেজের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়েই চলছে টানাহেঁচড়া। ঢাকা সিটি করপোরেশন চায় ওয়াসার পক্ষ থেকে তাদের ড্রেনের মালিকানা বুঝে নিতে। অন্যদিকে ড্রেনের মালিকানা ছাড়তে রাজি নয় ঢাকা ওয়াসা। মালিকানা না ছাড়লেও দীর্ঘদিন ধরে ড্রেনের কোনো কাজ করছে না সংস্থাটি। খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচিত দুই মেয়র দায়িত্বে আসার পর ঢাকার ড্রেনের উন্নয়নের কাজ করার দায়িত্ব নিতে চায় সিটি করপোরেশন। এর প্রেক্ষিতে ২০১৪ সালে একটি চিঠির মাধ্যমে সিটি করপোরেশনকে কাজ করার অনুমতিও দিয়েছে ঢাকা ওয়াসা। তবে দুই সংস্থার কারো দাপ্তরিক জটিলতা এবং কারো অনিচ্ছায় কোনো কাজই হচ্ছে না ঢাকার রাস্তাঘাটের ড্রেনগুলোতে। মূলত ঢাকার ড্রেনেজ উন্নয়নে সময় সময় শত কোটি টাকার কাজ হওয়ায় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সিটি করপোরেশনকে তা বুঝিয়ে দিতে নারাজ।

ঢাকা ওয়াসার (অঞ্চল-২) নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক মানবজমিনকে বলেন, সিটি করপোরেশন ড্রেনের কাজ করতে চাওয়ায় ওয়াসার এমডি তাকসিম এ খান একটি চিঠির মাধ্যমে ড্রেনের কাজ করার অনুমতিও দেয় সিটি করপোরেশনকে। এর মাধ্যমে ড্রেনের উন্নয়নে কাজ করার প্রায় ইতি টানা হয়। গত ৩/৪ বছর আমরা শুধু অফিসে আসা আর বেতন তোলা ছাড়া আর কোনো কাজই করি না বলা যায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আসাদুজ্জামান মানবজমিনকে বলেন, মেয়র একজন জনপ্রতিনিধি। ঢাকায় যখন জলাবদ্ধতা তৈরি হয় তখন সবাই মেয়রকে জিজ্ঞেস করেন। কেউ ওয়াসার কাছে যান না। তাই তিনি বিশেষ প্রকল্প করে রাস্তার পাশের ড্রেনের ঢাকনা নির্মাণসহ সেগুনবাগিচা এলাকায় কিছু ড্রেন পরিষ্কার করার কাজ করেছেন। একই ভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কিছু কাজ করেছেন। তিনি বলেন, যেহেতু সবার কাছে সিটি করপোরেশনকে মুখোমুখি হতে হয় সেহেতু সিটি করপোরেশন দায়িত্ব নিতে পারে কিন্তু সেটি নিয়ম অনুযায়ী বুঝিয়ে দিতে হবে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান। কোনো সংস্থা একটি চিঠির মাধ্যমে আরেকটি সংস্থাকে কাজ করার অনুমতি দিলেই কাজ করা যায় না। ঢাকার সব ড্রেনের মালিক ঢাকা ওয়াসা। এই ড্রেনে যদি সিটি করপোরেশনের কাজ করতে হয় তাহলে প্রথমে মন্ত্রণালয় থেকে আদেশ দিতে হবে সিটি করপোরেশনকে। তার পর ওয়াসার পক্ষ থেকে সিটি করপোরেশনকে সব কিছু বুঝিয়ে দিয়ে মালিকানা হস্তান্তর করতে হবে। তা না হলে ওয়াসার ড্রেনে আমাদের কোনো কাজ করার এখতিয়ার নেই।

 

http://www.mzamin.com/article.php?mzamin=76340&cat=3/