১ আগস্ট ২০১৭, মঙ্গলবার, ১০:১১

আজ থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ছে

আজ থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ছে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ঢাকা ওয়াসার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট থেকে গৃহস্থালিতে প্রতি ইউনিটে (এক হাজার লিটার) পানির দাম ১০ টাকার বদলে ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১০ টাকা ৫০ পয়সা হবে। আর বাণিজ্যিক গ্রাহকদের প্রতি ইউনিটে (এক হাজার লিটার) পানির জন্য ৩২ টাকার পরিবর্তে ৩৩ টাকা ৬০ পয়সা দিতে হবে।

উৎপাদন খরচ ও ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সাথে তাল মেলানোর জন্য পানির দাম বাড়ানো হয়েছে জানিয়ে ওয়াসার পক্ষ থেকে বলা হয়, ওয়াসা আইন ১৯৯০-এর ২৩ ধারা অনুযায়ী এ দাম বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মিটারবিহীন হোল্ডিং, গভীর নলকূপ, নির্মাণাধীন ভবন ও ন্যূনতম করসহ সকল (পানি ও পয়ঃ) অভিকরের ক্ষেত্রেও এ সিদ্ধান্ত কার্যকর হবে। ঢাকা ওয়াসার চেয়ারম্যান অধ্যাপক ড. হাবিবুর রহমান পানির দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাধারণত ঢাকা ওয়াসা প্রতি বছর একবার ৫ শতাংশ হারে পানির দাম বৃদ্ধি করে। তবে গত বছর দুই দফা দাম বাড়ানো হয়। ২০১৫ সালের জুলাইয়ে আবাসিক ক্ষেত্রে দাম নির্ধারণ করা হয়েছিল ৮ টাকা ৯ পয়সা। গত বছরের জুলাইয়ে একই হারে বাড়ানোর পর দাম হয় ৮ টাকা ৪৯ পয়সা। সর্বশেষ গত বছরের নভেম্বরে প্রায় ১৭ শতাংশ বাড়িয়ে যোগ করা হয় ১ টাকা ৫১ পয়সা। শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে ২০১৫ সালের জুলাইয়ে দাম নির্ধারণ করা হয় ২৬ টাকা ৯৪ পয়সা। গত বছরের জুলাইয়ে ৫ শতাংশ বাড়ানোর ফলে দাম দাঁড়ায় ২৮ টাকা ২৮ পয়সা। পরে নভেম্বরে আরো ১৩ শতাংশ বাড়িয়ে করা হয় ৩২ টাকা। এতে গত বছর দুই দফায় দাম বাড়ানো হয় আবাসিকে ২২ শতাংশ এবং শিল্প ও বাণিজ্যিকে ১৮ শতাংশ হারে। এরপর ৯ মাসের ব্যবধানের আবার পানির দাম বাড়ল।

 

http://www.dailynayadiganta.com/detail/news/240546