ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ছাত্রলীগের এক কর্মীকে অস্ত্র হাতে দেখা যায়- সমকাল
১৩ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ১১:৩০

চট্টগ্রাম কলেজে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষকে ধাওয়া ছাত্রলীগের

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপে ফের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের এক কর্মীকে পিস্তল হাতে প্রতিপক্ষের কর্মীদের ধাওয়া দিতে দেখা যায়। দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বুধবার দুপুরের দিকে আধিপত্য বিস্তারের জের ধরে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ওবায়েদ ও সম্রাট গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে। উভয় গ্রুপই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ নিয়ে কলেজে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গায়ে হলুদ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট পরিহিত এক যুবকের হাতেই দেখা গেছে পিস্তল। হাতে থাকা পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করতে করতে প্রতিপক্ষের দিকে এগিয়ে যায় সে। এ সময় শোনা যায় বিকট গুলির শব্দও। ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে উভয় গ্রুপ।

নগর ছাত্রলীগের এক নেতা জানিয়েছেন, অস্ত্র হাতে প্রতিপক্ষ গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেওয়া যুবকের নাম সেলিম রহমান। তিনি নগরীর দেওয়ান বাজার ওয়ার্ড যুবলীগ নেতা।

ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় জড়ালেও চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, গুলি নয়, পটকা ফুটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তিনি সমকালকে বলেন, 'চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবারে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে এ ঘটনা ঘটে। এক পক্ষ কলেজ গেটে এবং অন্য পক্ষ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পটকা ফোটায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।'

নগর ছাত্রলীগের সহসভাপতি কায়সার উদ্দিন সমকালকে বলেন, প্রতিপক্ষের কর্মীরা আমাদের নেতাকর্মীদের মারধর করে বের করে দেয়। এ সময় প্রতিপক্ষের নেতাকর্মীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হামলায় নোমান আল ফারুকী ও আবুদল্লাহ আল মাসুম নামে দুই কর্মী আহত হয়েছেন।

চট্টগ্রাম কলেজে এতদিন ধরে নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন গ্রুপের মধ্যে নিয়মিত বিরতিতে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আসছিল। সাম্প্রতিক সময়ে নাছির গ্রুপের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। গত মঙ্গলবারও মারামারিতে জড়িয়ে পড়ে তারা। আর এর জের ধরে গতকাল ফের মুখোমুখি হয় তারা।

 

http://bangla.samakal.net/2017/07/12/307457