১২ জুলাই ২০১৭, বুধবার, ১১:৫৩

‘নদীর শহরে’ অসীম ভোগান্তি

স্বাভাবিক বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়ক তলিয়ে যাচ্ছে পানিতে। কোথাও কোথাও পানি আটকে থাকছে দিনভর। আবার কোনো এলাকার সড়কে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। এমন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন নগরীর বাসিন্দারা। গতকাল ভোর থেকে বৃষ্টিপাতে অনেক সড়কে জলাবদ্ধতা দেখা দেয়। কোনো কোনো সড়কে হাঁটু বা কোমর সমান পানি মাড়িয়ে যানবাহন ও মানুষকে চলাচল করতে দেখা যায়। দুপুরের পর পর্যন্ত সড়কে এমন অবস্থা ছিল। ভুক্তভোগীরা বলছেন, আগে টানা বৃষ্টিতেও এমন অবস্থা হতো না। এখন স্বাভাবিক বৃষ্টিতেই সড়ক তলিয়ে যাচ্ছে। সিটি করপোরেশন, ওয়াসা ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীনতায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন অনেকে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম মানবজমিনকে বলেন, রাজধানীতে গতকাল ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছয় ঘণ্টায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিন ঘণ্টায় রেকর্ড হয়েছে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা মহানগরীতে জোয়ারের কোনো প্রভাব না থাকলেও ওই মাঝারি থেকে ভারি বর্ষণের পানি নালা-নর্দমা দিয়ে দ্রুত নামতে না পারায় বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতার খবর পেয়েছি। প্রায় এলাকায় বৃষ্টির পর পর পানি নেমে গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশের প্রায় সব জায়গায় কম বেশি বৃষ্টিপাত হয়েছে।
গতকাল বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, কাওরানবাজার, নাখাল পাড়া, পল্টন, মতিঝিল, শান্তিনগর, শেওড়াপাড়া, মিরপুর, রাজারবাগ, বনানী, মগবাজার, মুগদা, বাসাবো, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, মালিবাগ, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে পানি জমে যায়। কোনো কোনো জায়গায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে। নিচু বাসাবাড়ি এবং দোকানপাটেও ঢুকে পড়ে পানি। এ সময় হাঁটু পানি ভেঙ্গে রিকশা ও গাড়ি চলাচল করেছে।

বৃষ্টিতে মিরপুর ১০ নম্বর থেকে কাজীপাড়া পর্যন্ত সড়কে পানি জমে একাকার হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পানিতে ফুটপাথ ডুবে যাওয়ায় পায়ে হেঁটেও যাতায়াতের সুযোগ ছিল না ওই এলাকায়। ধীর গতিতে গাড়ি চালানোয় তৈরি হয় যানজট। দুপুরের পরও ওই এলাকা জলাবদ্ধ অবস্থায় দেখা যায়। পানি জমে সড়কে দুর্ভোগে পড়েন মৌচাক-মালিবাগ এলাকার বাসিন্দা ও যাতায়াতকারীরা। উন্নয়নের কাজের নামে সড়কে খোঁড়াখুঁড়ির কারণে ড্রেন নালা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি সড়কে আটকে থৈথৈ করে স্বাভাবিক বৃষ্টিতেই। ফ্লাইওভারের কাজ চলায় সড়কের বেহাল অবস্থা আগে থেকেই মালিবাগ এলাকায়। সকালে চৌধুরী পাড়া এলাকায় দেখা যায় পানিতে থৈথৈ করছে রাস্তা। ছোট যানবাহনে পানি বিকল হয়ে পড়ে আছে। পথচারীরা পানি ডিঙ্গিয়ে রাস্তা পার হচ্ছেন। জলজটের কারণে ওই এলাকায় যানজট ছিল দিনভর।

আবদুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহী বলেন, বৃষ্টির সময় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড ও বঙ্গবন্ধু এভিনিউতে পানি জমেছিল। সে পানি মাড়িয়ে ওই স্থান অতিক্রম করতে হয়েছে। তবে বৃষ্টি থামার পর বঙ্গবন্ধু এভিনিউতে পানি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এদিকে রাজধানীর শান্তিনগর, মালিবাগ, নাখালপাড়া ও পুরান ঢাকার কিছু এলাকায় পানি দীর্ঘক্ষণ স্থায়ী হয়। তাছাড়া মিরপুরসহ বিভিন্ন সড়কে কাজ চলায় কাদামাটি জমে পানি চলাচলের নালা-নর্দমা ভরে গেছে। ফলে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

http://www.mzamin.com/article.php?mzamin=73675&cat=2