১২ জুলাই ২০১৭, বুধবার, ১১:২৭

বিচারাঙ্গন নিয়ে সংসদে আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট বারের

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে জাতীয় সংসদে প্রধান বিচারপতি, উচ্চ আদালতের বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের নিয়ে সমালোচনামূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এসব বক্তব্যকে ‘আপত্তিকর’ উল্লেখ করে সুপ্রিম কোর্ট বার তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্পিকারের কাছে এ দাবি জানান আইনজীবী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বার সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন বলেন, সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের অভিভাবক। সংসদ সদস্যরা সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিষোদগার করে সংবিধানকেই অবমাননা করেছেন। সংসদে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের কটা করে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই কাম্য নয়। এভাবে তারা জনগণকে আঘাত ও অপমান করেছেন। এসব বক্তব্য আদালত অবমাননার শামিল বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুব উদ্দীন খোকন, বারের সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরীসহ বারের অনেক সদস্য উপস্থিত ছিলেন।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আওয়ামীপন্থী অংশ এই সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়ে পাল্টা আরেকটি সংবাদ সম্মেলন করেছে। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি মো: অজি উল্লাহ।

তিনি বলেন, বিএনপিপন্থী আইনজীবীরা তাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের জন্য এই সংবাদ সম্মেলন করেছেন। সংসদের আলোচনাকে প্রাণবন্ত এবং গঠনমূলক উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের যেকোনো সংশোধনীর ওপর রায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর প-েবিপে আলোচনা হওয়া স্বাভাবিক বলে তিনি উল্লেখ করেন।

http://www.dailynayadiganta.com/detail/news/235006