১১ জুলাই ২০১৭, মঙ্গলবার, ৭:৫৫

কাতার সঙ্কট নিরসনের উদ্যোগ নিয়েছেন এরদোগান

কাতারের চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে কাতার, কুয়েত এবং সৌদি আরব সফরের পরিকল্পনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। দোহার পক্ষে দৃঢ় অবস্থান নেয়াকে কেন্দ্র করে আঙ্কারার প্রতি আঞ্চলিক কয়েকটি দেশ ক্ষোভ প্রকাশ করা সত্ত্বেও এ সফর পরিকল্পনা করেছেন তিনি।

তুর্কি দৈনিক হুররিয়াতকে গতকাল সোমবার এ সফর পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন তিনি।
এরদোগান বলেন, চলতি মাসের ১৫ তারিখের পর থেকে আবারো মধ্যপ্রাচ্য সফর করতে পারি। এ সফরের মাধ্যমে আলোচনা শুরুর সুযোগ হয়ত সৃষ্টি করতে পারবে তুরস্ক।বিশেষ করে কাতার, কুয়েত এবং সৌদি আরব সফর পরিকল্পনা করা হয়েছে বলেও জানান তিনি। জার্মানীর হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপের সময় এ সব কথা বলে এরদোগান।
তিনি আরো বলেন, জি-২০ বৈঠকের অবকাশে রুশ-মার্কিন প্রেসিডেন্টসহ যে সব নেতার সাথে বৈঠক করেছেন তাদের সঙ্গে কাতার সঙ্কট নিয়ে আলাপ হয়েছে। তিনি তাদের সবাইকেই বলেছেন, কাতার সঙ্কট আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

http://www.dailysangram.com/post/291150