৯ জুলাই ২০১৭, রবিবার, ১:২৭

সিলেটে খেয়াঘাট দখলে নিলেন আ’লীগ নেতা

সিলেটে জেলা পরিষদের খেয়াঘাট দখলে নিলেন আওয়ামী লীগের এক নেতা। তিনি সরকারি খেয়াঘাট দখল করে মাটি ফেলে ভরাট করে দোকানপাট নির্মাণের পাঁয়তারা করছেন। এমন অভিযোগ উঠেছে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা চুনু মিয়ার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ সুরমার মোগলাবাজারের খেশরখালি নদীর জেলা পরিষদের খেয়াঘাট দখল করে নেন চুনু মিয়া। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। বর্ষা মৌসুমে নদী পথে বাজারের ব্যবসায়ীদের চলাচলের সুবিধার্থে এ খেয়াঘাট নির্মাণ করে জেলা পরিষদ। বৃহস্পতিবার থেকে এ খেয়াঘাটে মাটি ভরাট শুরু করেন চুনু মিয়া। স্থানীয়রা এর প্রতিবাদ করে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহেদ মোস্তফাকে অবহিত করেন। এলাকাবাসীর অভিযোগ, মোগলাবাজারে সিএনজি অটোরিকশা, লেগুনার নির্ধারিত স্ট্যান্ড থাকা সত্ত্বে¡ও খেয়াঘাটটি দখল করার উদ্দেশে সিএনজি স্ট্যান্ডের নামে দখলের অপচেষ্টা করছে ভূমি খেকোরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই খেয়াঘাটটি যুগ যুগ ধরে এই অঞ্চলের কয়েকটি ইউনিয়নের লোকজন ব্যবহার করে আসছেন। নদীপথে নৌকাযোগে বাজারে মালামাল আনা নেয়া ছাড়াও অনেকে বর্ষা মৌসুমে যাতায়াত করতে এ খেয়াঘাটটি ব্যবহার করে থাকেন। খেয়াঘাট দখলের অপচেষ্টাকারী আওয়ামী লীগ নেতা চুনু মিয়ার বিরুদ্ধে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণেরও অভিযোগ রয়েছে। তবে চুনু মিয়া এসব অভিযোগ অস্বীকার করে যুগান্তরকে বলেন, আমি মাত্র এক ট্রাক মাটি ফেলেছি। এছাড়া আর কিছুই করিনি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবরস্থান নয়, আমি প্রকৃত মালিকের কাছ থেকে জায়গা কিনে মার্কেট করেছি। আমার প্রতিপক্ষ এসব মিথ্যা অভিযোগ তুলছে। সরেজমিন দেখা যায়, খেশরখালি নদীর দুই তীরে মোগলাবাজার অবস্থিত। জনগুরুত্ব বিবেচনায় ২০০৪ সালে এ নদীতে খেয়াঘাট নির্মাণ করে দেয় জেলা পরিষদ। ইউএনও শাহেদ মোস্তফা জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সরকারি খেয়াঘাটে মাটি ভরাটের সত্যতা পেয়েছেন। মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্থা জানান, বন্যা-দুর্যোগে আক্রান্ত হয়ে মানুষ কঠিন সময় অতিক্রম করছে। এ সুযোগে ভূমি খেকোরা সরকারি জায়গা দখলে তৎপর হয়ে উঠেছে। এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ভূমি খেকোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

http://www.jugantor.com/news/2017/07/09/137944