৯ জুলাই ২০১৭, রবিবার, ১:০৫

বালিয়াডাঙ্গী সীমান্তে দুই বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তের ৩৮৪ মেইন পিলারের অদূরে গত শুক্রবার ভোরে বাঁচাও চন্দ্র (২০) ও অশীষ পাল (২২) নামের দুই বাংলাদেশীকে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের উদয়পুর বালুবাড়ী গ্রামের মানিক পাল ওরফে বাটাম পালের ছেলে বাঁচাও পাল ও একই গ্রামের চন্দ্র মহন পালের ছেলে অশীষ পালসহ কয়েকজন যুবক মিলে গত শুক্রবার রাতে উপজেলার কোটপাড়া সীমান্তের ৩৮৪ মেইন পিলারের কাছে পৌঁছলে ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার সিলামপুর থানার সোনামতি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা ধাওয়া করে তাদেরকে আটকের পর শারীরিক নির্যাতন চালালে তারা গুরুতর আহত হন। আহতদের টেনে-হিঁচড়ে ওপারের সোনামতি ক্যাম্পে নিয়ে যাওয়ার পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই যুবককে ইসলামপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে বিএসএফ।

এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে কোটপাড়া ক্যাম্পের বিজিবির প থেকে পত্র প্রদানের মাধ্যমে বিএসএফকে তীব্র প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানালে বিকেল ৫টায় পাড়িয়া সীমান্তের জিরো পয়েন্টে উভয় দেশের কোম্পানি কমান্ডোর পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়ানের পাড়িয়া কোম্পানি সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইলিয়াস আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকাবাসীর মুখে বাংলাদেশী দুই যুবক আটকের বিষয়টি শুনেছি, তবে এ পর্যন্ত পারিবারিকভাবে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

http://www.dailynayadiganta.com/detail/news/234165