৮ জুলাই ২০১৭, শনিবার, ১১:৩৫

খুলনার সিসি টিভি ফুটেজ পেলেই মিলবে বহু প্রশ্নের উত্তর

ফরহাদ মজহার অপহরণ-উদ্ধার

গ্রিল হাউজ রেস্টুরেন্ট ও শিববাড়ি মোড়ের সিসি টিভির ফুটেজ গেল কোথায়? স্থানীয়রা মনে করছেন, ওই ফুটেজ পেলেই তো নিশ্চিত হওয়া যায় আসলে কারা কবি-কলামিস্ট ফরহাদ মজহারকে খুলনায় নিয়ে গিয়েছিল। রাজধানীর শ্যামলী রিং রোডের বাসা থেকে বের হওয়ার ফুটেজ পাওয়া গেলেও ওই দুই স্থানের সিসি টিভির ফুটেজ লাপাত্তা।

স্থানীয় সূত্র জানায়, খুলনার অভিজাত এলাকা হলো শিববাড়ি মোড় ও নিউ মার্কেট এলাকা। শিববাড়ি মোড় এলাকায় কয়েকটি হোটেল রয়েছে, যেগুলো ফাইভস্টার ও থ্রিস্টার মানের। দেশ-বিদেশী বিশিষ্ট লোকজনই এসব হোটেলে অবস্থান করেন। এই এলাকার পুরোটাই সিসি ক্যামেরা দিয়ে মোড়ানো বলে জানা যায়। এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশেরও কিছু সিসি ক্যামেরা রয়েছে এই এলাকায়। খুলনা নিউ মার্কেটের প্রধান গেটের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষে গ্রিল হাউজের অবস্থান। নিউ মার্কেট এলাকাজুড়েই রয়েছে সিসি ক্যামেরা। গ্রিল হাউজে যখন ফরহাদ মজহার খেয়েছেন তখনো দু’জন লোককে সেখানে দেখা গেছে বলে জানা যায়। ওই দু’জন কে বা কারা তা উদঘাটিত হতে পারে সিসি ক্যামেরার ফুটেজ দেখে। ফরহাদ মজহারকে কে বা কারা ওখানে নিয়ে গেল, না তিনি একাই সেখানে গেলেন তা-ও উদঘাটন হতে পারে ওই ক্যামেরার ফুটেজের মাধ্যমে। কিন্তু মামলার তদন্তকারী সংস্থার সূত্র জানায়, ওই ফুটেজ এখনো তারা হাতে পায়নি। সূত্র জানিয়েছে, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও এখন পর্যন্ত ওই ফুটেজ নেই।

এ ছাড়া ফরহাদ মজহারের ঘনিষ্ঠ সূত্র ও তার জবানবন্দী সূত্রে জানা যায়, ফরহাদ মজহার বলেছেন, তাকে রিকশায় তুলে দেয়া হয় হানিফ কাউন্টারে যাওয়ার জন্য। এ সময় যারা তাকে রিকশায় তুলে দেয় তারা ফরহাদ মজহারকে বলে দেয় তারা তাকে অনুসরণ করছে। স্থানীয় সূত্র জানায়, হানিফ কাউন্টারের আশপাশেও সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার ফুটেজ পেলেও জানা যাবে কে বা কারা গফুর নামে ফরহাদ মজহারের জন্য টিকিট কাটল এবং টিকিট কিভাবে ফরহাদ মজহারকে দেয়া হলো। আবার কারাই বা তাকে বাসে তুলে দিলো। শিববাড়ি কাউন্টার থেকেই ফরহাদ মজহার বাসে ওঠেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ দিকে ফরহাদ মজহারকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটি গতকাল শুক্রবারও শনাক্ত করা সম্ভব হয়নি। সেই মাইক্রোবাসটি শনাক্ত করা সম্ভব হলে অনেক তথ্যই বেরিয়ে আসবে।
প্রসঙ্গত, গত ৩ জুলাই রাজধানীর শ্যামলীর রিং রোডের হক গার্ডেনের বাসা থেকে ওষুধ কিনতে নেমে অপহৃত হন ফরহাদ মজহার। ওই রাতে যশোরের নওয়াপাড়া থেকে হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার হন তিনি। আদালতের জবানবন্দীতে ফরহাদ মজহার বলেছেন, বাসা থেকে বের হওয়ার পরে তিনজন লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মাইক্রোবাসে তোলার পর তাকে ওই লোকগুলো শারীরিকভাবে লাঞ্ছিতও করে।

http://www.dailynayadiganta.com/detail/news/233872