৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ১২:৪৫

এখনো ভর্তির বাইরে দুই লাখ শিক্ষার্থী

তিন দফা সময় বাড়িয়েও দুই লাখ শিক্ষার্থীকে ভর্তি করাতে পারেনি বোর্ডগুলো। বাধ্য হয়ে গতকাল চতুর্থবারের মতো আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, ৫ থেকে ৮ই জুলাই পর্যন্ত নতুন করে আবেদন করতে পারবে ভর্তিচ্ছুরা। যেসব শিক্ষার্থী এর আগে ভর্তির জন্য আবেদন করেও ভর্তি হয়নি বা নিশ্চিত করেনি তারা এই চার দিনের মধ্যে নির্বাচিত কলেজে ভর্তি হতে পারবে। এই চারদিনের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করতে চায় সেই সুযোগও রয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

কর্মকর্তারা জানান, দুই লাখের বেশি শিক্ষার্থী কোনো কলেজেই ভর্তি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। শেষ ধাপের এই ভর্তি কার্যক্রমের পর আগামী ৮ই জুলাই বুঝা যাবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে মোট কত শিক্ষার্থী এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। এ ছাড়া কতজন ভর্তি বাতিল করেছে তাও বুঝা যাবে। ৯ই জুলাই থেকে দেখা যাবে কোন কলেজে কত আসন খালি আছে। এরপর ১০ থেকে ১৫ই জুলাই পর্যন্ত সবার জন্য ভর্তি উন্মুক্ত করে দেয়া হবে। ইতিপূর্বে যেসব শিক্ষার্থী ভর্তির জন্য কোনো আবেদনই করেনি, যারা আবেদন করে নিশ্চায়ন করেনি, যারা ভর্তি বাতিল করেছে এবং যেসব শিক্ষার্থী আবেদন করেও ভর্তি হতে পারেনি তাদের এই ৬ দিন ভর্তির সুযোগ দেয়া হবে। এরপর ১৭ই জুলাই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডর চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি মাহাবুবুর রহমান বলেন, শিক্ষার্থীদের কল্যাণে একাদশ শ্রেণির ভর্তির সময়সীমা আবারো ৫ থেকে ৮ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। যেসব শিক্ষার্থী এখনো ভর্তির জন্য ১৮৫ টাকা জমা দেয়নি তারা অনলাইনে উক্ত ফি জমা দিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। এরপর ১০ থেকে ১৫ই জুলাই পর্যন্ত সবার জন্য ভর্তি উন্মুক্ত করে দেয়া হবে। এ সময়ে যারা এখনো আবেদনই করেনি তারাও ভর্তি হতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, চলতি শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ৩১ হাজার ৭২২ শিক্ষার্থী পাস করেছে। এরপর এবার ১৩ লক্ষাধিক শিক্ষার্থীকে ভর্তির জন্য তিন ধাপে কলেজ নির্ধারণ করে দেয়া হয়। এদের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে মাত্র ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী। কারণ, পছন্দের কলেজ না পাওয়া, ভুল করে কিংবা অন্য কারণে প্রায় লক্ষাধিক শিক্ষার্থী কলেজ নিশ্চায়ন করেনি। অনেকে নিশ্চায়ন করার পরও ভর্তি হয়নি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রী রয়েছে কয়েক হাজার।

ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক আশফাকুস সালেহীন বলেন, এবার আবেদনের টাকা জমা দিয়েও অনেক শিক্ষার্থী ভর্তি হয়নি। এজন্য বিশেষ বিবেচনায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারো ভর্তির সময় বাড়ানো হয়েছে। কারণ, আমাদের উদ্দেশ্য হলো একটি শিক্ষার্থীও যেন কলেজে ভর্তি থেকে বাদ না পড়ে। একথা শিক্ষামন্ত্রীও বারবার বলে আসছেন বলে জানান তিনি।

গত ৯ই মে থেকে অনলাইন ও এসএমএসে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণ করা হয়। প্রায় ২৫ দিন পর ৫ই জুন প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়। পরে সময় বাড়িয়ে তিন দফায় আবেদন নেয়া হয়। আর ভর্তি শুরু হয় ২০শে জুন থেকে, যা শেষ হয় ২৯শে জুন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ৪ঠা জুলাই পর্যন্ত ভর্তির সময় বাড়ানোর নির্দেশ দেয় কর্তৃপক্ষ। চলতি বছর এসএসসি পরীক্ষায় সারা দেশে পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ৭২২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪ হাজার ৭৬১।

http://www.mzamin.com/article.php?mzamin=72753&cat=2