৬ জুলাই ২০১৭, বৃহস্পতিবার, ১২:৪১

চালের নতুন বাজারের সন্ধানে সরকার

সরকার টু সরকার (জিটুজি) পদ্ধতিতে চাল আমদানি করতে নতুন বাজারের সন্ধানে নেমেছে সরকার। এজন্য এখন থাইল্যান্ডকে টার্গেট করে আগানো হচ্ছে। প্রথম অবস্থায় দূতাবাসের মাধ্যমে চাল কেনার আগ্রহ দেখিয়ে যোগাযোগ করা হয়েছে। বিষয়টি আরেকটু এগিয়ে নিতে গতকাল দুপুরের ফ্লাইটে ব্যাংকক গেছেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান। অতীতে জিটুজি পর্যায়ে থাইল্যান্ড থেকে চাল আমদানির অভিজ্ঞতা নিয়ে গেছেন তারা। থাইল্যান্ড যাত্রার আগে নতুন বাজার সন্ধানের বিষয়টি স্বীকার করে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, জিটুজি ভিত্তিতে চাল আমদানি করলে ঝামেলা কম। এ জন্য প্রাথমিক আলাপ-আলোচনা করতে আমরা থাইল্যান্ড যাচ্ছি। এর আগে জিটুজি পদ্ধতিতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দুই লাখ টন আতপ ও ৫০ হাজার টন সিদ্ধ চাল রয়েছে। আতপ চাল কিনতে ৭১৩ কোটি ৮০ লাখ টাকা ও সিদ্ধ চাল কিনতে ১৯৫ কোটি পাঁচ লাখ টাকা লাগবে। সব মিলিয়ে আড়াই লাখ টন সিদ্ধ ও আতপ চাল কিনতে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকা লাগছে। এরই মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে আড়াই লাখ টন চাল কেনার প্রস্তাবে সায় দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

http://www.mzamin.com/article.php?mzamin=72756&cat=2