৫ জুলাই ২০১৭, বুধবার, ১২:৩৩

হাজীদের ট্রলিব্যাগ বানাবে হাব

প্রথম হজ ফ্লাইট ২৪ জুলাই

আগামী ২৪ জুলাই থেকে প্রথম হজ ফাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১০১১) প্রথম ফাইট এ দিন সকাল ৮টায় জেদ্দার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। এ দিকে হজযাত্রীদের ট্রলি ব্যাগ বানাতে হাবকে দায়িত্ব দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ১ সেপ্টেম্বর পবিত্র হজ পালিত হতে পারে। সে জন্য বাংলাদেশ থেকে ২৪ জুলাই হজযাত্রীরা যাওয়া শুরু করবেন। সরকারি ব্যবস্থাপনার ৪১৯ যাত্রী নিয়ে প্রথম হজ ফাইট যাত্রা শুরু করবে। এ বছর এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাবেন। বাংলাদেশ বিমান ও সৌদি এয়ার লাইন্স হজযাত্রীদের পরিবহন করবে। এর মধ্যে বিমান পরিবহন করবে ৬৩ হাজার ৫০০ হজযাত্রী। বাকিটা পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
এ দিকে গতকাল সচিবালয়ে ধর্মমন্ত্রীর কক্ষে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হাজীদের ট্রলি ব্যাগ বানাতে হাবকে দায়িত্ব দেয়া হয়।
হাবের কার্যনির্বাহী সদস্য ড. আব্দুল্লাহ আল নাসের নয়া দিগন্তকে বলেন, নির্বাচনী ওয়াদা অনুযায়ী হাব নেতারা ট্রলি ব্যাগ তৈরিতে এজেন্সিগুলো টাকা দিয়ে দেয়ার পক্ষে মত জানালেও সভায় হজ নীতিমালার কথা বলে হাবের ওপর এ দায়িত্ব দেয়া হয়েছে।
হাবের মহাসচিব শাহাদত হোসোইন তসলিম নয়া দিগন্তকে বলেন, সভায় এ ব্যাপারে হাবকে দায়িত্ব দিলেও আজ হাবের সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

সভায় ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন এমপির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সাইদুর রহমান এমপি, আব্দুল আউয়াল এমপি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল জলিল, যুগ্ম-সচিব হাফিজ উদ্দিন, হাব নেতা তাজুল ইসলাম, অ্যাডভোকেট ড. আব্দুল্লাহ আল নাসের, রফিকুল ইসলাম প্রমুখ। গত বছল হাজীদের ট্রলি ব্যাগ বানাতে হাবের গত কমিটির বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। এ কারণে নবনির্বাচিত হাব নেতারা এ বছর ট্রলি ব্যাগ বানানোর দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন।

টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা : চলতি বছর হজে গমনেচ্ছুকদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান ১২ জুলাই থেকে শুরু হবে। দেশের বিভাগীয় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ে হজযাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন। ১৬ জুলাই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পেও স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র খোলা হবে। এ ছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল এবং সচিবালয়ের কিনিকে এ স্বাস্থ্য পরীক্ষা এবং ম্যানিনজাইটিস/ইনফুয়েঞ্জার টিকাদান করা হবে। টিকাদানের সনদ বিমানবন্দরে পরিদর্শন করতে হবে। এ কারণে এটি হজযাত্রীদের নিজ হেফাজতে রাখার পরামর্শ দেয়া হয়েছে।

http://www.dailynayadiganta.com/detail/news/233119