৫ জুলাই ২০১৭, বুধবার, ১২:১১

যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া নিয়ে কোন মতামত দেয়া হয়নি

গত ২০ জুন নেদারল্যান্ডের হেগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সফরকালে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি প্রেসিডেন্ট ও ডেপুটি প্রসিকিউটরের সাথে বৈঠক হয়। এ বৈঠক নিয়ে বাংলাদেশের গণমাধ্যম ডেইলী স্টারে প্রকাশিত রিপোর্টে বলা হয়, “বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে আইসিসি সন্তোষ প্রকাশ করেছে”।
বিডি নিউজ জানায়, গত সোমবার আইসিসি এক বিবৃতিতে এর প্রতিবাদ জানিয়ে বলেছে, আইসিসি’র প্রেসিডেন্ট বা ডেপুটি প্রসিকিউটর কেউই “বাংলাদেশের আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা অন্য কোন আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে কোন মতামত ব্যক্ত করেননি।”
বিবৃতিতে আরো বলা হয়, “ওই সভার বিষয় নিয়ে বাংলাদেশী মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন করায় আদালত ক্ষোভ প্রকাশ করে।”

http://www.dailysangram.com/post/290333