২৫ জুন ২০১৭, রবিবার, ১২:৩৭

বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার নিয়ে আইসিসি’র প্রশংসা সংক্রান্ত খবর সঠিক নয় - টবি ক্যাডম্যান

রোম সংবিধি অনুযায়ী বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার হওয়ায় হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি প্রশংসা করেছে মর্মে প্রকাশিত খবর সঠিক নয় বলে জানিয়েছেন ব্যারিষ্টার টবি ক্যাডম্যান।

সম্প্রতি আইসিসি’তে সফররত বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বৈঠকে আইসিসি’র প্রেসিডেন্ট বিচারপতি সিলভিয়া ফার্নান্ডেজ ডি গার্মেন্ডি এবং ডেপুটি প্রসিকিউটর জেম্স স্টিওয়ার্ট এ মন্তব্য করেন বলে খবর প্রকাশিত হয়েছে।

গত ২২ জুন দেয়া বিবৃতিতে আইসিসি’র প্রেসিডেন্ট ও ডেপুটি প্রসিকিউটরেরর সাথে যোগাযোগের সূত্র ধরে বলা হয়, এটা স্পষ্ট তারা দু’জনের কেউই এ ধরনের মন্তব্য করেন নি। বিশেষ করে রোম সংবিধির মূলনীতি অনুযায়ী, বাংলাদেশ অভ্যন্তরীণ বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন করেছে, এমন বিষয়টিও তারা উল্লেখ করেন নি। আইসিসি’র প্রেসিডেন্টের পক্ষ থেকে সুস্পষ্ট ভাবে বলা হয়, বাংলাদেশের আদালতে স্থানীয় প্রক্রিয়া অনুসরণ করে সংগঠিত বিচার প্রক্রিয়া নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি।

আইসিসি’র অফিস অব দ্যা প্রসিকিউটর এর পক্ষ থেকে বলা হয়, সভায় সাধারণ আলোচনা হয়েছে। কিন্তু বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক কোন বিচার প্রক্রিয়া নিয়ে কোন মন্তব্য বা মতামত দেয়া হয়নি।

আইসিসি’র সিনিয়র কর্মকর্তারা এ ধরনের খবরকে পুরোপুরি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বিচারের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্য ন্যায্য বিচারের মডেল গ্রহণ করতে হবে এবং আইনের শাসন, ন্যায্য বিচারের মানদন্ড নিশ্চিত করতে হবে। কিন্তু বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তা অনুসরণ করা হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘ দিন যাবত এর প্রতিবাদ জানিয়ে আসছে।

http://www.dailysangram.com/post/289405-