৪ জুন ২০১৭, রবিবার, ১০:৩০

শীর্ষ ৯ ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলন

প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ কমবে, বাড়বে অর্থ পাচার

প্রস্তাবিত বাজেটে ব্যাংকিং চ্যানেল থেকে সরকারের বড় অঙ্কের ঋণ নেয়ার ঘোষণায় প্রাইভেট সেক্টরের বিনিয়োগপ্রাপ্তির সুযোগ কমে যাবে বলে আশঙ্কা করছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষস্থানীয় সংগঠনগুলো। অন্য দিকে ব্যাংকে রাখা আমানতের ওপর বাড়তি আবগারি শুল্ক আরোপের প্রস্তাবকে তারা দেখছেন বিদেশে অর্থ পাচার হয়ে যাওয়ার সমূহ কারণ হিসেবে। গতকাল শনিবার প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা বলা হয়।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি আনিকা আগা, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআইর প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
মূলধন গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান তথা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য গ্রাহকেরা ব্যাংক লেনদেন করে থাকেন মন্তব্য করে এফবিসিসিআই সভাপতি বলেন, বাজেটে ব্যাংকে অর্থ জমা রাখার েেত্র আবগারি শুল্ক বিভিন্ন হারে বৃদ্ধি করা হয়েছে। এতে আমানতকারী আমানত রাখতে নিরুৎসাহিত হবেন। এ ছাড়া ব্যাংক চ্যানেলে না গিয়ে ইনফরমাল চ্যানেলে অর্থ চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা অর্থনীতির জন্য শুভ নয়। স্বাস্থ্যহানিকর পণ্য ছাড়া অন্য কোনো খাতে আবগারি শুল্ক আরোপ করা সমীচীন নয় বলেও দাবি করেন তিনি। ব্যাংক খাত থেকে আবগারি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান এই ব্যবসায়ী নেতা।
বাজেট প্রস্তাবে বলা হয়, এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে ৮০০ টাকা আবগারি শুল্ক দিতে হবে, যা বর্তমানে আছে ৫০০ টাকা। আর ১০ লাখ টাকার ওপর থেকে ১ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে টাকা রাখলে ২ হাজার ৫০০ টাকা কেটে রাখা হবে, যা বর্তমানে আছে ১ হাজার ৫০০ টাকা। একই সঙ্গে ১ কোটি টাকার ওপর থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ব্যাংকে রাখলে আবগারি শুল্ক দিতে হবে ১২ হাজার টাকা, যা বর্তমানে আছে ৭ হাজার ৫০০ টাকা। আর ৫ কোটি টাকার বেশি ব্যাংকে টাকা রাখলে কেটে রাখা হবে ২৫ হাজার টাকা, বর্তমান আবগারি শুল্ক বাবদ কেটে রাখা হয় ১৫ হাজার টাকা।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যক্রমের বার্ষিক টার্নওভার বর্তমান ৩০ লাখ থেকে বাড়িয়ে ৪০ লাখ করার প্রস্তাবকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে এফবিসিসিআই সভাপতি, ুদ্র, গ্রামীণ উদ্যোগ, কুটির শিল্প, ইত্যাদি প্রান্তিক খাতের বিকাশে এবং ুদ্র ব্যবসায়ী বা দোকানদারদের হিসাবরক্ষণের সক্ষমতার সীমাবদ্ধতা বিবেচনা করে অব্যাহতির এ সীমা আরো বাড়ানোর দাবি ফের উত্থাপন করেন। টার্নওভার ট্যাক্স ১ শতাংশ বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করে তিনি বলেন, এটি আগের মতো রাখতে হবে। তিনি প্রস্তাব করেন টার্নওভারের সীমা ৫ কোটি বা যৌক্তিক করার। মূসক আইনের ৩১ ধারায় বর্ণিত ৩ অংশের অগ্রিম কর সম্পর্কিত বিধান বিলুপ্ত করারও দাবি জানান এফবিসিসিআই সভাপতি।
তিনি বলেন, আমরা হ্রাসকৃত হারে বিভিন্ন স্তরে মূসক হার নির্ধারণের প্রস্তাব করেছিলাম। কিন্তু বাজেটে ১৫ শতাংশ সিঙ্গেল রেট করা হয়েছে। এতে দেশের শিল্পখাত, বিশেষ করে এসএমই ও প্রান্তিক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যেসব ুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী হিসাবপত্র ঠিকভাবে রাখতে না পারায় রেয়াত নিতে সক্ষম নন তাদের ওপর করের বোঝা বেড়ে যাবে, যার প্রভাব পড়বে ক্রেতার ওপর। এতে মূল্যস্ফীতি বৃদ্ধি পাবে। এ জন্য ভ্যাটে হার নামিয়ে আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়। দাবি করা হয় করপোরেট কর আরো আড়াই শতাংশ কমানোর। জোর দাবি জানানো হয়, আমদানি পর্যায়ে মূলধনী যন্ত্রপাতি, মৌলিক কাঁচামাল, মধ্যবর্তী কাঁচামাল ও উপকরণের ওপর অগ্রিম আয়কর প্রত্যাহারের। দাবি জানানো হয় রফতানির ক্ষেত্রে প্রণোদনা কিংবা কর রেয়াতের। তৈরী পোশাক রফতানিকারকদের জন্য করপোরেট কর ১০ শতাংশ নামিয়ে আনার অনুরোধ জানান সাবেক বিজিএমইএ সভাপতি। প্রস্তাব করেন নারী ও তরুণ উদ্যোক্তা প্রসারে ই-কমার্সের ওপর থেকে করপোরেট কর প্রত্যাহারের।

http://www.dailynayadiganta.com/detail/news/225533