৩১ মে ২০১৭, বুধবার, ১১:১৫

ইফতার নিয়ে মারামারি কনস্টেবল নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজী পুলিশ ফাঁড়িতে তুচ্ছ ঘটনায় দুই পুলিশ সদস্যের মধ্যে হাতাহাতির ঘটনায় একজন নিহত হয়েছে। তার নাম কনস্টেবল আবু হেলাল (৫৭)। এ ঘটনায় পুলিশ সদস্য নাইমুলকে গ্রেফতার করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। আবু হেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলার মহেষপুরের উল্লাপাড়ায়। গ্রেফতার নাইমুলের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তেল্লাবাড়ি গ্রামে।

জানতে চাইলে মহাদেবপুর-বদলগাছী থানা সার্কেল সহকারী পুলিশ সুপার আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, সংঘর্ষে লিপ্ত দুই পুলিশ সদস্যই বয়স্ক। ইফতারের সময় খাবার নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঝগড়ার সময় মাথায় আঘাত পাওয়া আহত পুলিশ সদস্য আবু হেলালকে মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুপার মোজাম্মেল হক হত্যার কারণ হিসেবে একই রকম বক্তব্য দেন। বলেন, ইফতারের সময় খাবার নিয়ে কথাকাটাকাটির সময় পুলিশ সদস্য নাইমুল ধাক্কা মারলে আবু হেলাল দেয়ালে গিয়ে আছড়ে পড়েন এবং এতে তিনি মাথায় আঘাত পান। পরে তিনি হাসপাতালে মারা যান। পুলিশ সদস্য নাইমুলকে গ্রেফতার করা হয়েছে।
মহাদেবপু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতের ছেলে কাওছার হোসেন পলাশ বাদী হয়ে মঙ্গলবার থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

http://www.jugantor.com/last-page/2017/05/31/128759/