২৮ মে ২০১৭, রবিবার, ৯:০৭

অকস্মাৎ হিথ্রো, গ্যাটউইক বিমানবন্দরে বৃটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট বাতিল, যাত্রীদের দুর্ভোগ

আইটি সিস্টেমের সমস্যার কারণে হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর থেকে বৃটিশ এয়ারওয়েজের সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার মানুষ দুর্ভোগে পড়েছে। বিমান বন্দরে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বিশৃংখলা। তবে এ বিষয়ে বিমান কর্তৃপক্ষ আগেভাগে তথ্য জানাতে ব্যর্থ হয়েছে বলে তাদের সমালোচনা করছেন অনেক যাত্রী। ওদিকে বিমান কর্তৃপক্ষ এ জন্য ক্ষমা প্রার্থনা করেছে। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যেতে অনুরোধ করেছে। বৃটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী অ্যালেক্স ক্রুজ বলেছেন, আমরা মনে করছি মূল সমস্যা দেখা দিয়েছে জ্বালানি সরবরাহ (পাওয়ার সাপ্লাই) ইস্যুতে। টুইটে এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রকৃতপক্ষে যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত। এখনও পর্যন্ত আমাদের কাছে ভাল কোন খবর নেই। তবে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে, আমাদের টিম কাজ করছে। যত তাড়াতাড়ি পারা যায় তারা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে কম্পিউটার সিস্টেমে সাইবার হামলার কোন সুনির্দিষ্ট কোন তথ্য তাদের কাছে নেই বলে জানান অ্যালেক্স ক্রুজ। শনিবার সৃষ্ট এমন ঘটনায় দেখা দিয়েছে এক আতঙ্ক। কর্তৃপক্ষ বলছে শনিবার দিনের বাকি সময়ের মধ্যে কিছু দূরের ফ্লাইট তারা চালাতে সক্ষম হবেন। রোববার কিছু বিমান অবতরণ করতে পারবে।

http://www.mzamin.com/article.php?mzamin=67317