২৬ মে ২০১৭, শুক্রবার, ১০:৫৯

বৃষ্টির সম্ভাবনা কমবে গরম : সাগরে লঘুচাপের সৃষ্টি

বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। গত দুই সপ্তাহের একটানা অনাবৃষ্টি ও তাপপ্রবাহের পর গতকাল বৃহস্পতিবার থেকে আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে। গতকাল রাতে ছাড়া ছাড়া মেঘ উড়ে যেতে দেখা গেছে, যা কয়েক দিন যাবৎ চোখে পড়েনি। এক ফোঁটা বৃষ্টির জন্য মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। বৃষ্টির জন্য দেশের নানা অঞ্চলে ধর্মপ্রাণ মুসলমানেরা ইশতিশকা নামাজ পড়ছেন।

ব্যক্তিগতভাবে অথবা জামাতে নামাজের পর বিশেষভাবে মুনাজাত করা হচ্ছে বৃষ্টির জন্য।

বৃষ্টির এ সম্ভাবনাকে আরো প্রবল করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে। গতকাল সন্ধ্যার পর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। অবশ্য লঘুচাপটি আরো শক্তিশালী হচ্ছে কি না এ ব্যাপারে কোনো পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস।

তবে এ লঘুচাপটি শেষ পর্যন্ত নিম্নচাপ থেকে ঝড়েও পরিণত হয়ে যেতে পারে। আবহাওয়া অফিস চলতি মে মাসের শুরুতে মাসব্যাপী পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হতে পারে। অবশ্য আবহাওয়াবিদদের অভিমত, বঙ্গোপসাগরে মে মাসের শেষ দিকে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় হয়ে থাকে। এ মাসের পূর্বাভাসে আবহাওয়া অফিস নিম্নচাপের কথা উল্লেখ না করে সরাসরি ঘূর্ণিঝড়ের উল্লেখ করেছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সাধারণত মে’র শেষ দুই সপ্তাহে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ছাড়া অবশিষ্ট অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যায়। এ বছর তাপপ্রবাহ অন্যান্য বছরের চেয়ে বেশি প্রলম্বিত ছিল এবং আগের চেয়ে বিস্তির্ণ অঞ্চলে তা ছড়িয়েছে। তবে তাপমাত্রা কোথাও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি না উঠলেও একটানা অব্যাহত থাকায় গরমের প্রচণ্ডতা ছিল বেশি।

গতকালও ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগ এবং রাজশাহী, পাবনা, রংপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী ও কক্সবাজার এলাকা মৃদু তাপপ্রবাহের আওতায় ছিল।

তাপপ্রবাহের কারণে সারা দেশের মানুষ ব্যাপক হারে ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ও জ্বরে ভুগছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মহাখালী ডায়রিয়া হাসপাতাল আইসিডিডিআর,বিতে শত শত মানুষ আসছেন ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে।

http://www.dailynayadiganta.com/detail/news/223129