২৩ মে ২০১৭, মঙ্গলবার, ৮:৫৮

ভুলে ভরা স্মার্ট কার্ড

দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। তারপরও উৎসাহের কোনো কমতি নেই। কেমন হবে স্মার্ট কার্ডটি। হাতে যখন মিললো সেই কাঙ্ক্ষিত কার্ডটি, খুশি তো দূরের কথা বরং চোখে-মুখে হতাশার ছাপ। স্মার্ট কার্ডে নিজের জন্ম তারিখ ভুল। মায়ের নাম ভুল। এ ভুল কীভাবে সংশোধন হবে, এ নিয়ে এক ডেস্ক থেকে অন্য ডেস্কে ছুটছিল বদরুদ্দিন হোসাইন অনিন্দ্য। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁওয়ের ২৬ নং ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। কেন্দ্র সরকারি বিজ্ঞান কলেজ। বদরুদ্দিন হোসাইন অনিন্দ্য মানবজমিনকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বাদ দিয়ে স্মার্ট কার্ড নিতে আসলাম। দুই ঘণ্টা দাঁড়িয়ে যখন কার্ডটি পেলাম তখন মনটাই খারাপ হয়ে গেল। ভুলে ভরা স্মার্ট কার্ড। একটি কার্ডে থাকেই চারটি তথ্য। এর মধ্যে কী করে জন্ম তারিখ ও মায়ের নাম দুটো তথ্যই ভুল থাকে। এ স্মার্ট কার্ডটি আমি কোথাও ব্যবহার করতে পারবো না। আবার আগের কার্ডটিও তো চলবে না। এখন আমি কী করবো। হেল্প ডেস্কে যোগাযোগ করলে তারা জানান, এখানে সংশোধনের কোনো সুযোগ নেই। তেজগাঁও থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এদিকে মোহম্মদ ফিরোজের স্মার্ট কার্ডে তথ্য সঠিক থাকলেও স্বাক্ষর ছাপা হয়নি। স্বাক্ষরের জায়গাটি ফাঁকা এসেছে। ফিরোজ বলেন, এত কোটি কোটি টাকা দিয়ে স্মার্ট কার্ড বানানো হয়েছে, সেখানে এরকম ভুল থাকে কী করে। তাহলে একে আমরা স্মার্ট কার্ড বলবো কেন? বিতরণের আগেই তো ভুলক্রটি সংশোধন করা উচিত ছিল। ভোটার কেন এ কার্ডের ভুল নির্ণয় করে সংশোধনের জন্য দৌড়াবে। তারা ভুল-ত্রুটি সম্পন্ন স্মার্ট কার্ড বিতরণ করেই তাদের দায়িত্ব শেষ বলে মনে করছে। এভাবে ভুল স্মার্ট কার্ড বিতরণ করে ভোটারদের হয়রানি করার কোনো মানে হয় না। এ কার্ড ঠিক হতে কত দিন সময় লাগবে সেটাও জানি না। ইবরাহীম মমিন খান এসেছেন স্মার্ট কার্ড নিতে। কার্ড হাতে পেয়ে দেখেন তার নামের বানান ভুল। সরকারি বিজ্ঞান কলেজ কেন্দ্রে ভোটারদের এসব সমস্যা নিয়ে তেজগাঁও থানার নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে জানা যায় কেন্দ্রে তেজগাঁও থানা নির্বাচনী কোনো কর্মকর্তা উপস্থিত নেই। তেজগাঁও থানার নির্বাচনী অফিসে যোগাযোগ করলে জানা যায়, থানা নির্বাচন কর্মকর্তা ছুটিতে আছেন। ২৬ নং ওয়ার্ডে গত ১৮ই মে থেকে শুরু হওয়া স্মার্ট কার্ড বিতরণ চলবে ৮ই জুন পর্যন্ত। এ সময়ের মধ্যে ৫৩ হাজার ৪শ’ ৭ জন ভোটারকে স্মার্ট কার্ড বিতরণ করা হবে ।

 

 

http://www.mzamin.com/article.php?mzamin=66560&cat=2/