২২ মে ২০১৭, সোমবার, ৮:১২

এআইএ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প

ইসলাম নয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে

সন্ত্রাসী অর্থায়ন রুখতে জিসিসির সঙ্গে সমঝোতা স্মারক

আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসলামের বিরুদ্ধে নয়, সন্ত্রাসের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এটা কোনো ধর্ম, গোষ্ঠী বা সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ নয়, বরং বর্বর অপরাধীদের বিরুদ্ধে লড়াই, যারা মানবজাতিকে ধ্বংস করতে চায়। এটা হল ভালো এবং মন্দের যুদ্ধ। এ সময় ট্রাম্প ইসলামকে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হিসেবে অভিহিত করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সন্ত্রাসী হামলার স্বীকার ৯৫ ভাগ মানুষই মুসলিম। তাই উগ্রবাদীদের রুখতে মুসলমানদেরই এগিয়ে আসতে হবে।


রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এআইএ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৬ আরব মুসলিম দেশের নেতারা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। ট্রাম্পের আগে উদ্বোধনী ভাষণ দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদ।

ট্রাম্প বলেন, মুসলিম দেশগুলোকেই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। সন্ত্রাসবাদ বিশ্বের সব দেশেই ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথযাত্রা শুরু হল এই পবিত্র ভূমিতে।

ইসরাইল ও ফিলিস্তিনের ব্যাপারে ট্রাম্প বলেন, এ দুটি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। অন্যদিকে ইরান সম্পর্কে তিনি বলেন, ইরান গোত্রগত সন্ত্রাস উসকে দিচ্ছে।

ট্রাম্প বলেন, সন্ত্রাসীদের উপাসনালয়, সম্প্রদায় এমনকি এ পৃথিবী থেকে বিতাড়িত করা হবে। যখন মানুষকে হত্যা করা হয়, তিনি ইহুদি কিংবা মুসলিম, শিয়া অথবা সুন্নি- এটা কখনই তার ধর্মবিশ্বাস থেকে হয় না।

তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর উদ্দেশে বলেন, আপনারা নিজেদের জন্য, দেশের জন্য এবং সন্তানদের জন্য কেমন ভবিষ্যৎ আশা করেন- নিজেরাই ঠিক করুন। আমেরিকান শক্তির জন্য অপেক্ষা করবেন না। যুক্তরাষ্ট্র কোনো দেশে যুদ্ধ বা আগ্রাসন চালাবে না। ধীরে ধীরে সংস্কার করাই আমাদের লক্ষ্য। সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রে সাতটি মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞাটি যে ব্যক্তি লিখেছিলেন, সেই উপদেষ্টা স্টিফেন মিলারই ট্রাম্পের রোববারের ভাষণটি লিখেছেন।

জিসিসি-মার্কিন সমঝোতা স্মারক : রোববার রিয়াদে স্থানীয় সময় দুপুরের পর উপসাগরীয় সহযোগিতা পরিষদের (গালফ কোঅপারেশন কাউন্সিল-জিসিসি) সঙ্গে সন্ত্রাসী অর্থায়ন রুখতে মাকিন যুক্তরাষ্ট্রের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ট্রাম্পের সৌদি আরব সফরের দ্বিতীয় দিনে আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলনের কয়েক ঘণ্টা আগে এক বৈঠকে এ সমঝোতা হয়। উপসাগরীয় ছয়টি তেলসমৃদ্ধ দেশ নিয়ে জিসিসি গঠিত। দেশগুলো হল- বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

http://www.jugantor.com/first-page/2017/05/22/126469/