২০ মে ২০১৭, শনিবার, ১০:১১

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীার প্রশ্নপত্র ফাঁসের গুরুতর অভিযোগ উঠেছে। প্রশ্নফাঁসের অভিযোগে গতকাল বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সকালে হয়ে যাওয়া পরীক্ষার প্রশ্নের সাথে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। অনেক পরীক্ষার্থী আগেই প্রশ্ন পাওয়ার কথা জানিয়েছেন। পরীক্ষার পর ফাঁস হওয়া প্রশ্নের সাথে হুবহু মিল থাকার কথা অনেকে স্বীকারও করেন। গতকাল দুপুর থেকেই বিভিন্ন অনলাইনে ফাঁস হওয়া প্রশ্ন এবং মূল প্রশ্নের ছবি পাশাপাশি প্রকাশ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের বাছাই পর্বের সকালের পরীা অনুষ্ঠিত হয়। বিকেলের পরীক্ষা হওয়ার কথা ছিল সাড়ে ৩টায়। কিন্তু পরীক্ষা হয়নি। প্রশ্নফাঁসের ঘটনা জানাজানি হওয়ার পর গতকাল বিকেলের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে এ পরীক্ষার কথা জানানো হবে বলে নোটিশে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালের পরীক্ষা বাতিল হবে কি না সে সিদ্ধান্ত এখনো হয়নি।
বেলা ১১টায় সকাল ভাগের পরীা শেষ হওয়ার পর অনেক পরীার্থী বলেন, মূল প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পেয়েছেন তারা। ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ােভ প্রকাশ করেন অনেকে।
অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার রাত থেকেই অভিযোগ পাওয়া যায়। কয়েকজন পরীার্থী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে তারা হাতে লেখা ও ছাপা প্রশ্নপত্র দেখেছেন। আবার শুধু উত্তরও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরীার্থীরা নিজেদের মধ্যে এই প্রশ্নপত্র ও উত্তর বিনিময় করেন। বেলা ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গণহারে ছড়িয়ে পড়ে প্রশ্ন ফাঁসের ঘটনা। সবার মোবাইলে ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া প্রশ্ন। সকালে পরীক্ষার হলে প্রবেশের আগ পর্যন্ত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার্র্থীরা জড়ো হয়ে মোবাইলে ফাঁস হওয়া প্রশ্ন ও উত্তর মিলিয়েছেন। আবার কেউ কেউ টাকার বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্নের উত্তর মিলিয়ে দিয়েছেন এরকম ঘটনার কথাও জানিয়েছেন এক পরীক্ষার্থী। এমনকি ১০০ টাকার বিনিময়েও কেউ কেউ প্রশ্নফাঁসের কথা জানিয়েছেন।
গতকালের পরীক্ষায় দুই লাখের বেশি পরীক্ষার্থী ছিলেন।

 

http://www.dailynayadiganta.com/detail/news/221351