১৭ মে ২০১৭, বুধবার, ১০:১৯

বাংলাদেশে সুষ্ঠু অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসঙ্ঘ

বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসঙ্ঘ। গতকাল নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন। এক বাংলাদেশী সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, জাতিসঙ্ঘ বরাবরই বাংলাদেশে সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে আসছে। সাবেক মহাসচিব বান কি মুন এ লক্ষ্যে অনেক চেষ্টা করেছেন। একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের চেষ্টায় জাতিসঙ্ঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোকে ঢাকায় পাঠানো হয়েছিল। বাংলাদেশের পরবর্তী নির্বাচনকে সামনে রেখে এ লক্ষ্যে জাতিসঙ্ঘের বর্তমান মহাসচিবের অবস্থান কী?

জবাবে ডুজারিক বলেন, বাংলাদেশের ওপর সুনির্দিষ্টভাবে বলার কিছু নেই। তবে জাতিসঙ্ঘের নীতিগত অবস্থান হচ্ছে আমরা সব সময়ই সুষ্ঠু, অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চাই।

http://www.dailynayadiganta.com/detail/news/220622