১৬ মে ২০১৭, মঙ্গলবার, ১২:০১

ক্ষোভ থাকলেও আদালতের রায় মেনে নিতে হবে -খন্দকার মাহবুব হোসেন

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রধান কৌঁসুলি ও জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আইনজীবী হিসেবে যতই ক্ষোভ বা দুঃখ থাকুক আমি সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। এ রায় আমাদের মেনে নিতে হবে। আশা করেছিলাম সব কিছু বিবেচনা করে আদালত আল্লামা সাঈদীর সাজা মওকুফ করবেন।
গতকাল সোমবার রিভিউ খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্ট বার সভাপতির কক্ষের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আদালতে বলেছি সরকার পক্ষ (প্রসিকিউশন) যে রিভিউ করেছে, তা সঠিক হয়নি। তামাদি আইন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিউ আবেদন করতে পারেনি সরকার পক্ষ। তাদের এই রিভিউ চলতে পারে না। ফলে তাদের রিভিউ বাতিলের আবেদন করেছিলাম। আপিল বিভাগ দুটি রিভিউ শুনেছেন। শুনানি শেষে তা খারিজ করে দিয়েছেন। শুনানিতে আদালত বলেছেন, একবার কারো যাবজ্জীবন (লাইফ) হলে সেটা মৃত্যুদণ্ড করার নজীর নাই।
খন্দকার মাহবুব হোসেন আরো বলেন, আমরা বলেছি সেফ হোমে রেখে সরকার তার সাক্ষীদের শিখিয়ে এনেছে। সে অনুযায়ী ট্রাইব্যুনালের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করেছিল তারা। আদালত অনেক ক্ষেত্রে এসব সাক্ষ্য-প্রমাণের সঠিক পর্যালোচনা করেননি। আমরা আশা করেছিলাম আদালত আল্লামা সাঈদীর সাজা মওকুফ করবেন।

 

http://www.dailysangram.com/post/283888-