মৌচাক মার্কেটে আপন জুয়েলার্সে শুল্ক গোয়েন্দাদের অভিযান : নয়া দিগন্ত
১৫ মে ২০১৭, সোমবার, ৩:৪৭

আপন জুয়েলার্সে অভিযান ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার জব্দ

গুলশান, সীমান্ত স্কোয়ারসহ ৩ শোরুম সিলগালা; বনানীর রেইনট্রি হোটেল থেকে মদ উদ্ধার

 

আপন জুয়েলার্সে অভিযান চালিয়ে ২৮৬ কেজি স্বর্ণালঙ্কার এবং ৬১ গ্রাম হীরার গয়না জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এর মূল্য ৮৫ কোটি ৩৮ লাখ টাকা। রাজধানীর আপন জুয়েলার্সের সবগুলো শোরুমে শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা দিনভর অভিযান চালিয়েছেন। গতকাল বেলা ১১টা থেকে শুরু হয় ঝটিকা অভিযান। এর মধ্যে গুলশান, সীমান্ত স্কোয়ারসহ তিনটি শাখা সিলগালা করে দেয়া হয়েছে। একই দিন দুপুরে গোয়েন্দারা বনানীর রেইনট্রি হোটেলে অভিযান চালিয়ে এর একটি কক্ষ থেকে ১০ বোতল মদ উদ্ধার করেন।
অভিযান শেষে রাতে শুল্ক গোয়েন্দা অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জব্দ করা স্বর্ণ ও হীরার পরিমাণ ও মূল্য উল্লেখ করে বলা হয়, স্বর্ণ ও হীরা শুল্ক আইনের বিধান অনুসারে প্রতিষ্ঠানগুলোর জিম্মায় রাখা হয়েছে। তারা তা বিক্রি করতে পারবে না। অনুসন্ধানে অনিয়ম পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়, ‘ডার্টি মানি’র অনুসন্ধানের অংশ হিসেবে আপন জুয়েলার্সের গুলশান, উত্তরা, মৌচাক ও সীমান্ত স্কোয়ারসহ পাঁচটি স্বর্ণের দোকানে একযোগে তারা অভিযান চালান। এ সময় গুলশান এভিনিউ এলাকায় সাপ্তাহিক ছুটির দিনে আপন জুয়েলার্সের বন্ধ থাকা শোরুমটি শুল্ক গোয়েন্দারা সিলগালা করে দেন। একই সময় সীমান্ত স্কোয়ারসহ আরো দু’টি শোরুম সিলগালা করা হয় বলে শুল্ক গোয়েন্দা দলের অপারেশনে থাকা কর্মকর্তারা জানান। এসব শোরুমে আজ সোমবার সকালে দোকান খোলার পর সংশ্লিষ্টদের উপস্থিতিতে শুল্ক গোয়েন্দারা যাতে তদন্ত করতে পারেন সেজন্য শোরুম সিলগালা করে দেয়া হয়েছে বলে তদন্ত সংশ্লিষ্টরা জানান। ঢাকা উত্তর ও দক্ষিণ শুল্ক গোয়েন্দাদের পাশাপাশি র্যাব কর্মকর্তারাও এই অভিযানে অংশ নেন। এ ছাড়াও জুয়েলার্স কর্তৃপক্ষ যাতে গোপনে স্বর্ণালঙ্কার সরিয়ে নিতে না পারে, সেজন্য প্রতিটি শোরুমে নজরদারি রাখা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের জয়েন্ট ডাইরেক্টর শফিকুর রহমান অভিযানের প্রাথমিক বর্ণনা দেন। তিনি বলেন, বনানীতে সাম্প্রতিক ধর্ষণের ঘটনা কেন্দ্র করে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে সাফাত আহমেদের ‘ডার্টি মানি’র তথ্য গণমাধ্যমে প্রকাশের পর শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে শুল্ক গোয়েন্দা বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের আর্থিক লেনদেনের যাবতীয় তথ্য তলব করেছে। তিনি জানান, রোববারের অভিযানে স্বর্ণ ও ডায়মন্ডের বৈধ উৎস ও পরিশোধযোগ্য শুল্ক-করাদি সম্পর্কে খোঁজ নেয়া হবে। কারণ গত পাঁচ বছরে দেশে কোনো বৈধ বাণিজ্যিক আমদানি না থাকায় প্রাথমিকভাবে শুল্ক গোয়েন্দার কাছে তাদের স্বর্ণ ও ডায়মন্ডের ব্যবসায় ‘অস্বচ্ছতা’ প্রতীয়মান হয়েছে।
এ দিকে রাজধানীর বনানীর আলোচিত ‘দ্য রেইনট্রি’ হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা ১০ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
গতকাল দুপুর ১২টা থেকে শুল্ক গোয়েন্দা দলের সদস্যরা ওই হোটেলের প্রতিটি কক্ষে তল্লাশি শুরু করেন। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে ওই মদগুলো উদ্ধার করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দাদের পক্ষ থেকে জানানো হয়।
গত ২৮ মার্চ ‘দ্য রেইনট্রি’ হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে ৬ মে বনানী থানায় মামলা দায়ের হয়। শনিবার হোটেলের এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেটর ফারজান আরা রিমি বলেছিলেন, হোটেলে মদ বিক্রির লাইসেন্স নেই। ওই দিন হোটেলটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান পরিচালনা করলেও তারা সেখান থেকে কোনো মাদক উদ্ধার করতে পারেননি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান সাংবাদিকদের জানান, আজ আপন জুয়েলার্সের মালিক বা তার প্রতিনিধির উপস্থিতিতে সিল করা দোকানগুলো খুলে এতে থাকা সোনাদানা পরীক্ষা করা হবে।
রাজধানীর আপন জুয়েলার্সের সব শোরুমে একটানা অভিযানের ব্যাপারে তিনি সাংবাদিকদের জানান, অভিযানের উদ্দেশ্য হচ্ছে স্বর্ণ ও হীরার বৈধ উৎস এবং এসব জিনিস তারা যে পরিমাণে আমদানি করে তার শুল্ক-কর ঠিকমতো পরিশোধ করা হয়েছে কি না সে বিষয়ে খোঁজ নেয়া।

 

http://www.dailynayadiganta.com/detail/news/220065