১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ৪:১৬

বিদেশের দূতাবাসগুলোতে পাসপোর্টের হাহাকার

সময় মতো না পেয়ে বিপাকে প্রবাসীরা

মধ্যপ্রাচ্য, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা সময়মতো দূতাবাস থেকে এমআরপি ও ই-পাসপোর্ট না পেয়ে চরম বেকায়দার মধ্যে রয়েছেন। বলা যায়, পাসপোর্টের জন্য দেশে দেশে প্রবাসীদের হাহাকার চলছে!

অভিযোগ আছে, আবেদন করার পরও সময়মতো পাসপোর্ট হাতে না পাওয়ার কারণে অনেক প্রবাসী ভিসা/আকামা লাগাতে পারছেন না। এর ফলে অনেক বাংলাদেশী কাজ হারাচ্ছেন। আবার অনেকে অবৈধ হয়ে পড়ছেন। বাধ্য হয়ে তাদের পালিয়ে দিন কাটাতে হচ্ছে। কেউ ধরা পড়লে যেতে হচ্ছে থানা হয়ে কারাগারে। তারপর তুলে দেয়া হচ্ছে দেশের উদ্দেশ্য বিমানের ফ্লাইটে।

শুধু তাই নয়, অনেক প্রবাসী ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবারের সাথে সাক্ষাৎ করতে সময়মতো দেশেও আসতে পারছেন না। তবে দূতাবাস/হাইকমিশন বলছে তারা বসে নেই। তারাও এমআরপি ও ই পাসপোর্ট রেডি হলে সাথে সাথে প্রবাসী বাংলাদেশীদের নাম ঠিকানা মোবাইল নম্বরে মেসেজ পাঠিয়ে পাসপোর্ট সংগ্রহ করার জন্য বিজ্ঞপ্তি দিয়ে অনুরোধ জানানো হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে. সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ওয়াদি আল-দাওয়াসির ও এর পাশের এলাকাগুলোয় বসবাসরত সব বাংলাদেশীদের জন্য সেখানে হোটেল আল খামসিন এ বাংলাদেশ দূতাবাস রিয়াদের আয়োজনে ২৬ ও ২৭ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্র ও শনিবারে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাসপোর্ট ও অন্যান্য কনস্যুলার সেবা চলবে। সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান ও চলমান আছে। একইভাবে কুয়েত, কাতার, মালয়েশিয়া, জর্দান, ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও অনারারি কনসাল অফিসগুলোতে পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণের কাজ চলছে। একই সাথে দূতাবাসের দেয়া এসব বিজ্ঞপ্তি দেখে প্রবাসীরা তাদের ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটাচ্ছেন প্রতিনিয়ত।
গতকাল কুয়েত সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ই- পাসপোর্ট/এমআরপি পাসপোর্ট সময়মতো না পাওয়ার ক্ষোভের কথা বলতে গিয়ে জালাল উদ্দিন নামে একজন নয়া দিগন্তকে বলেন, পাসপোর্ট নবায়ন ও ই-পাসপোর্টের জন্য আমাদের প্রবাসীরা অনেক সমস্যার মধ্যে রয়েছেন। তিনি বলেন, আমার এক সহকর্মী আজো আমাকে বলল ই- পাসপোর্টের আবেদন করার পরও ডেলিভারি পাচ্ছে না। কম্পিউটার চেক করলে পেন্ডিং আছে দেখাচ্ছে। পাসপোর্টের আবেদন করতে যেমন ভোগান্তি তেমনি পাসপোর্ট পেতেও ভোগান্তি হচ্ছে। গত বুধবার পাসপোর্ট নবায়ন সংক্রান্ত একটি বিজ্ঞাপ্তি প্রকাশ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। এক প্রশ্নের জবাবে জালাল উদ্দিন বলেন, বৈধ পাসপোর্ট সাথে না থাকার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আকামা লাগাতে সমস্যা হয়। আবার যারা অবৈধ হন তাদের পুলিশ ধরে জেলে রেখে জরিমানা আদায় করে দেশে পাঠিয়ে দিচ্ছে। আগে ছয় মাস রাখত। এখন এক সপ্তাহ রেখে পাঠিয়ে দিচ্ছে।

একই অবস্থা ইউরোপের দেশ ইতালিতেও
নতুন এমআরপি পাসপোর্টের তালিকা প্রকাশ করে ইতালীর বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যাদের পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে তাদের পাসপোর্টের তালিকা (তালিকা নম্বর ১৪১৫-১৪১৬) নিম্নে লিঙ্কের মাধ্যমে দেয়া হলো। লিঙ্কে ক্লিক করে তালিকায় নাম দেখে দূতাবাসে এসে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।

উল্লেখ্য, পাসপোর্ট সংগ্রহের জন্য কোনো এপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। মূল রসিদ ও পুরাতন পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে যাওয়ার জন্য দূতাবাস থেকে অনুরোধ জানানো হয়।

এর দু’দিন আগে নতুন ই-পাসপোর্টের তালিকার বিষয়ে দূতাবাস থেকে জানানো হয়, যাদের ই-পাসপোর্ট বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত আছে, তাদের ই-পাসপোর্টের তালিকা (তালিকা নম্বর ১৭৭-১৭৮) নিম্নে লিংকের মাধ্যমে দেয়া হলো। লিংকে ক্লিক করে তালিকায় নাম দেখে দূতাবাসে এসে ই-পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এমন বিজ্ঞাপ্তির পর একাধিক ভুক্তভোগী দূতাবাসের কাছে প্রশ্ন রেখে জানতে চেয়ে মন্তব্য করেন। কিন্তু দূতাবাস মন্তব্য ঘর ব্লকড করে দিলে সেটি পাবলিকলি দেখা যাচ্ছে না।

কুয়েতের প্রবাসী আবদুস সালাম নয়া দিগন্তকে বলেন, দূতাবাসের কর্মকর্তা ইকবাল আকতার তাকে জানিয়েছেন, সফটওয়্যারের সমস্যার কারনে পাসপোর্ট ঢাকা থেকে আসতে বিলম্ব হচ্ছে। তবে নরমাল পাসপোর্ট আসতে তেমন সমস্যা হচ্ছে না।

মালয়েশিয়া থেকে গত রাতে রাজিব নামের একজন ব্যবসায়ী নয়া দিগন্তকে বলেন, লিগালাইজেশন (আরকে ২.০) সম্পন্ন করার জন্য অনেক অবৈধ প্রবাসী আবেদন করছেন। এই আবেদনের জন্য এমআরপি পাসপোর্ট দরকার হয়। পাসপোর্টের ধীরগতির কারণে অনেকে বৈধ হতে পারছেন না। এরফলে অনেকে পুলিশের হাতে ধরা পড়ে জেলে যাচ্ছেন। তিনি বলেন, ই-পাসপোর্টের কার্যক্রম কিছুদিন আগে মন্ত্রী উদ্বোধন করে গেছেন। কিন্তু এখনো এর কাউন্টার চালু হয়নি।

https://www.dailynayadiganta.com/last-page/812978