৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:৩০

দেশে করোনায় আক্রান্ত ৫৩ জন

দেশে করোনায় আক্রান্ত হয়েছে ৫৩ জন। গতকাল সোমবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় করোনা সন্দেহে ৯১৩ জনকে পরীক্ষা করা হয়েছে। করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫.৮১ শতাংশে। গতকাল যে ৫৩ জন করোনা শনাক্ত হয়েছে তাদের ৫১ জনই ঢাকায় শনাক্ত হয়েছে। ঢাকায় করোনা সন্দেহে পরীক্ষা করা হয়েছে ৮৯৪ জনকে। বাকি দু’জন শনাক্ত হয়েছে কক্সবাজারে। ঘনবসতিপূর্ণ হওয়ায় ঢাকাতেই ভাইরাল রোগগুলো বেশি। ডেঙ্গু ঢাকাতেই বেশি।

করোনা শনাক্তের সংখ্যাটি খুব বেশি না হলেও শনাক্তের হার উদ্বেগজনক। কিন্তু স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল একই সময়ে ৩২ জন সুস্থ হয়েছে করোনা থেকে। তবে আগের সপ্তাহের (১৫ থেকে ২১ জানুয়ারি) তুলনায় গত সপ্তাহে (২২ থেকে ২৮ জানুয়ারি) করোনা শনাক্ত বেড়েছে ৯.১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত ২০ লাখ ৪৭ হাজার ৫১ জন করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৮১ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ১৪ হাজার ৩৯২ জন।

ইতোমধ্যেই সরকারিভাবে স্বীকার করা হয়েছে দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ শনাক্ত হয়েছে। এমতাবস্থায় প্রয়োজন না হলে উচ্চ ঝুঁকিপুর্ণ স্থান হাসপাতাল ও চিাকৎসাকেন্দ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতর থেকে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন উচ্চ ঝুঁকিপুর্ণ ব্যক্তিকে সতর্কতা হিসেবে বাইরে যেতে হলে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। উচ্চ ঝুঁকিপুর্ণ ব্যক্তিদের করোনা টিকার চতুর্থ ডোজ নিয়ে নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া করোনার লক্ষণ রয়েছে এমন রোগীদের অস্ত্রোপচার করার আগে করোনা পরীক্ষা করিয়ে নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

https://www.dailynayadiganta.com/first-page/810206