১৩ মে ২০১৭, শনিবার, ৯:০০

শপথ নিতে গিয়ে জামায়াত সমর্থিত কুসিক কাউন্সিলর গ্রেফতার

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত জামায়াত সমর্থিত কাউন্সিলর গোলাম কিবরিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শপথ নিতে তিনি ঢাকায় এলজিইডি ভবনে গেলে সেখান থেকে সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশ।
কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন জানান, বিভিন্ন অভিযোগে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে বৃহস্পতিবার সকালে এলজিইডি ভবনের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
তবে গোলাম কিবরিয়া পরিবারের দাবি তার বিরুদ্ধে থাকা সবগুলো মামলাতেই তিনি জামিনে আছেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন জামায়াত সমর্থিত প্রার্থী গোলাাম কিবরিয়া।
এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়াকে সচিবালয়ের সামনের গেট থেকে সাদা পোশাকধারী পুলিশ আটক করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মোছলেহ উদ্দিন। নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন, একজন নির্বাচিত কাউন্সিলরকে শপথের আগ মুহূর্তে গ্রেফতার করা সম্পৃর্ণ অগণতান্ত্রিক আচরণ যা দুঃখজনক, অমানবিক ও আইনের শাসনের পরিপন্থি। কউন্সিলর কিবরিয়াকে মূলত রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে আটক করেছে প্রশাসন।
নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে বলেন, এভাবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিকে অন্যায়ভাবে আটক করে মিথ্যা মামলায় জড়িয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। সরকার জুলুম-নির্যাতন এবং হত্যা, খুন ও গুম করে দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
জামায়াত নেতৃবৃন্দ অবিলম্বে কুসিকের ১ নং ওয়ার্ড কউন্সিলর কাজী গোলাম কিবরিয়াকে মুক্তি দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেয়ার আহব্বান জানান।

 

http://www.dailysangram.com/post/283491-