২৩ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ৭:২৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চান অভিভাবকরা

সরকারি প্রাথমিকে ক্লাস শুরু সকাল ১০টায়

 

তীব্র শীতে নাকাল দেশের খুদে সব শিক্ষার্থী। গতকাল সোমবার থেকে এই শীতের তীব্রতা আরো বেড়েছে। আবহাওয়া অফিস সূত্র বলছে, আগামী কয়েক দিনে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এছাড়া দেশের ৪০ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। এই অবস্থায় ঠাণ্ডার দুর্ভোগ থেকে কোমলমতি শিক্ষার্র্থীদের রক্ষা করতে আগামী এক সপ্তাহ স্কুল ও মাদরাসা বন্ধ ঘোষণা চান অভিভাবকরা।

এদিকে শীতের তীব্রতা বাড়লেও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা না করে বরং স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসবে কেবল সেসব জেলাতেই বিদ্যালয় বন্ধ ঘোষণা করা যাবে। আর অন্যান্য জেলায় শীতের তীব্রতা বেশি অনুভূত হলে বিদ্যালয় বন্ধ ঘোষণা না করে বরং সেখানে স্কুলের সময়সূচিতে পরিবর্তন এনে শিক্ষাকার্যক্রম চালু রাখতে হবে। নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের সকালের শিফটের ক্লাস ৯টার পরিবর্তে সকাল ১০টায় ক্লাস শুরু করার পরামর্শ দেয়া হয়েছে।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলমান শৈত্যপ্রবাহের কারণে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকবে। এছাড়া যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনাও বহাল থাকবে।

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে আগেই ঘোষণা দেয়া হয়েছে যে, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসবে সেই সব জেলায় স্কুল ও মাদরাসা সংশ্লিষ্ট জেলার শিক্ষা কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে হবে। অবশ্য ইতোমধ্যে গত দু’দিন ধরে দেশের প্রায় ৫-৬টি জেলা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে । গতকাল থেকে শীতের তীব্রতা আরো বাড়ায় এবার সারা দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা চান অভিভাবক ও শিক্ষার্থীরা।

গতকাল সোমবার বাংলাদেশ অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি মো: জিয়াউল কবির দুলু নয়া দিগন্তকে জানান, দেশে এখন শৈত্যপ্রবাহ বিদ্যমান। এই শীতে কোমলমতি শিক্ষার্থীদের বাড়ির বাইরে বের হতে দেয়া উচিত হবে না। এছাড়া ইতোমধ্যে অনেক শিশু নানা ধরনের শীতজনিত রোগেও আক্রান্ত হচ্ছে। তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা বিবেচনায় আগামী এক সপ্তাহ স্কুল ও মাদরাসা বন্ধ রাখার দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা কমায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গতকাল সোমবার রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, রংপুর কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলার স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে শীতে শিশুদের অতিরিক্ত যত্নের কথা জানিয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞরা। তাদের মতে, ঠাণ্ডা আবহাওয়ায় শিশুদের নানা রোগের ঝুঁকি বাড়ে। বিশেষ করে এ সময় নিউমোনিয়া ও সর্দি-কাশির সমস্যায় শিশুরা ঘন ঘন আক্রান্ত হয়। তাই যতদূর সম্ভব শিশুদের ঘরের মধ্যে গরম কাপড় পরিয়ে রাখতে হবে। আর এ জন্য শীতে যাতে শিশু সুরক্ষিত থাকে তা নিশ্চিত হবে অভিভাবককে। এ সময় শীতের প্রকোপ ও বিভিন্ন রোগ থেকে শিশুকে বাঁচাতে কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুনও মেনে চলতে হবে।

 

https://www.dailynayadiganta.com/first-page/808495