১১ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৭

আলাদীনের চেরাগ তাঁরা কীভাবে পান?

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় উল্লিখিত সম্পত্তির বিবরণী খতিয়ে দেখবার উদ্যোগ দুদক গ্রহণ করেছে। কোনও কোনও মন্ত্রী বা সংসদ সদস্যের উপার্জন পাঁচ বছরে দুই হাজার শতাংশেরও বেশি বৃদ্ধি পাবার বিষয়টি কোনওভাবেই স্বাভাবিক হতে পারে না। বিদ্যমান ভূমি আইন অনুযায়ী, কৃষি ও অকৃষি মিলিয়ে কারও ১০০ বিঘার বেশি জমির মালিক হবার সুযোগ নেই। তার মানে মন্ত্রী কিংবা সংসদ সদস্যরা আক্ষরিক অর্থেই ১০০ বিঘা জমির মালিক হয়েছেন কীভাবে? মন্ত্রী বা সংসদ সদস্য কিংবা প্রার্থীদের পোষ্যদের সম্পত্তির হিসাব আমলে নিলে চক্ষু চড়কগাছ হবার উপক্রম। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে তার চিত্র গত মাসের শেষ সপ্তাহে প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণায় উঠে এসেছে। অতঃপর  দুদকের পক্ষ থেকে এরূপ পদক্ষেপ গ্রহণের বিকল্পও নেই। 

নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে সম্পত্তির হলফনামা জমা ও তা প্রকাশের নিয়ম চালুর পর প্রতিটি সাধারণ নির্বাচনের আগে যদিও হলফনামার সম্পত্তির উৎস খতিয়ে দেখবার তাগিদ দেয়া হয়। এরপরও দুদকের গর্জন ও বর্ষণের মধ্যে বস্তুত ফারাক কমেনি। এবার দেখা উচিত, নির্বাচনী হলফনামায় অস্বাভাবিক সম্পত্তি উল্লেখকারী শতাধিক প্রার্থীর তালিকা তৈরি করেই সংস্থাটি থেমে যেন না যায়। দুদক অবশ্য দাবি করে, জাতীয় সংসদ নির্বাচনের হলফনামার সম্পদ অনুসন্ধান শেষে অতীতে যাদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে; সবাইকেই আইনের আওতায় আনা হয়েছিল। কিন্তু কারুর শাস্তি হবার দৃষ্টান্ত চোখে পড়েনি। যদি শাস্তিই না হয়, কেবল আইনের আওতায় আনবার ভয় দেখিয়ে কী লাভ? হলফনামায় সব সম্পত্তি এবং তার সঠিক বাজারমূল্য নির্ধারিত হয়েছে কিনা, সে-প্রশ্নও দুদকের বিস্মৃত হওয়া অনুচিত।  

দুদকের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডেরও এ ব্যাপারে করণীয় রয়েছে। হলফনামায় উল্লিখিত বিপুল সম্পত্তি ও প্রবৃদ্ধির কত অংশ আয়করের আওতায় এসেছে তাও খতিয়ে দেখলে সরকারের তাতে লাভই হবার কথা। নির্বাচনী হলফনামা দেখে দুদক কিংবা রাজস্ব বোর্ডের সক্রিয় হবার বিষয়টি যে পরীক্ষার আগের রাতে চতুর শিক্ষার্থীর সাজেশন খুঁজবার নামান্তর, তাও স্পষ্ট বৈ কি। পাঁচ বছর কিংবা ততোধিক সময়কালে এ সকল পাবলিক ফিগার যখন স্বীয় সম্পত্তি অস্বাভাবিক মাত্রায় বর্ধিত করছিলেন, তখন তারা কোথায় ছিলেন? আসলে দুর্নীতি দমন ও রাজস্ব আদায়ের দায়িত্ব যাদের, তাদের খতিয়ে দেখা উচিত আলাদীনের চেরাগের নাগাল তাঁরা কীভাবে পান?

https://www.dailysangram.info/post/545675