৪ জানুয়ারি ২০২৪, বৃহস্পতিবার, ১০:০১

বিচারককে সাজা ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ মন্তব্যে তোলপাড়

বিদায়ী ২০২৩ সাল জুড়েই আলোচনায় ছিল দেশের সর্বোচ্চ আদালত। গত এক বছরে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ থেকে বেশকিছু আলোচিত রায় ও আদেশ এসেছে। সেই সাথে উচ্চ আদালতে বেশকিছু পর্যবেক্ষণ ও মন্তব্য দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। 

বিদায়ী বছরের শুরু থেকে বিভিন্ন আদালতে বিচারকদের সঙ্গে খারাপ আচরণের জেরে দেশের বেশ কয়েকটি জেলার আইনজীবীনেতাকে তলব করে কঠোরভাবে ভর্ৎসনা করেন হাইকোর্ট। ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ এক বিচারপতির এমন মন্তব্য দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করার পর তিনি অবসর গ্রহণ করেন। মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে রায়, স্বয়ং বিচারককে এক মাসের সাজা দিয়ে হাইকোর্ট বিরল নজির সৃষ্টি করেন। নির্বাচন কমিশনের নিবন্ধনের বিষয়ে জামায়াতে ইসলামীর আপিল খারিজ করে দেয়া ও জামায়াতের কর্মসূচী নিষিদ্ধ চেয়ে আবেদনও খারিজ করে দেয়া হয়। দেশের ২৪তম প্রধান বিচারপতি নিয়োগ, বিএনপি নেতা ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার না করার বিষয়ে রায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় পাঁচ ছাত্রলীগ নেত্রীর বিষয়ে সঠিক ব্যবস্থা গ্রহণ না করায় হাইকোর্টের নির্দেশে বহিষ্কার। ধানমন্ডিতে কয়েকশ কোটি টাকা মূল্যের সরকারি বাড়ি নিয়ে বিতর্ক। উপজেলা পরিষদ নিয়ে রায়, মানবাধিকারকর্মী আদিলুরের জামিন শুনানিতে ‘দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বিচারপতির এমন মন্তব্য ঘিরে দেশজুড়ে আলোচনা।

এছাড়া সরকারবিরোধী কর্মকা-ে বিদেশী প্রভাব, নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের পক্ষ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরানের পদত্যাগ, বাবা না থাকলে মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে রায়, উচ্চ আদালতের রায় প্রতিপালন না করায় কুমিল্লা জেলা আদালতের এক বিচারককে হাইকোর্টে এক মাসের সাজা, আবার স্থগিত, হেফাজতে নারী মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন, হিন্দু নারীদের ডিভোর্সের অধিকার দিতে রুল, ধারাভাষ্য থেকে ওয়াকার ইউনিসের নাম প্রত্যাহারে রুল, মুচলেকা দিয়ে শিশু বক্তার জামিন, আদালত অবমাননার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্সকে তলব, হলি আর্টিসানে হামলার ঘটনার রায়, উপজেলা পরিষদের ক্ষমতা নিয়ে রায় ও শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে বিচার। এছাড়া বিভিন্ন আলোচিত ইস্যুতে রিট ও রায়ের কারণে মানুষের দৃষ্টি ছিল দেশের সর্বোচ্চ আদালতের দিকে।

‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’

‘বিদায়ী বছরে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ এক বিচারপতির এমন মন্তব্যে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করায় উষ্মা প্রকাশ করেন হাইকোর্ট। আদালত তাদের উদ্দেশে বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

১০ অক্টোবর বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ এ মন্তব্য করেন। শুরুতে আদিলুর-এলানের পক্ষে জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে যান। তিনি বলেন, আমাদেরও বক্তব্য আছে। তখন হাইকোর্ট বলেন, ‘আসামীদের আইনজীবীদের আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন?’ এরপর আসামীদের আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় আসামীদের দুই বছরের সাজা দেওয়া হয়েছে। ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত জানতে চান, জামিনের আবেদন দেওয়া হয়েছে কি না? আইনজীবী বলেন, দেওয়া আছে। এ সময় আবারও জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম।

তখন আদালত উষ্মা প্রকাশ করে রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘তাহলে তাদের দুই বছরের সাজা দিলেন কেন? যাবজ্জীবন দ- দিতে পারলেন না?’ একপর্যায়ে আদালত বলেন, ‘দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

এমন মন্তব্যের কারণে বিচারপতির বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির কাছে নালিশ করেন। ওই দিন সন্ধ্যায় প্রধান বিচারপতি সংশ্লিষ্ট বিচারপতিকে কথাবার্তা বলার সময় আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন।

মাকে অভিভাবকের স্বীকৃতি

বিদায়ী বছরের শুরুতে শিক্ষাজীবনের বিভিন্ন স্তরে শিক্ষার্থীর তথ্য সংক্রান্ত ফরম (এসআইএফ) সংশোধনের মাধ্যমে ‘বাবা’ অথবা ‘মা’ অথবা আইনগত অভিভাবকের নাম যুক্ত করতে নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। এ রায়ের ফলে তিনজনের যেকোনো একজনের নাম দিয়ে শিক্ষার্থীর ফরম পূরণ করা যাবে। সব ফরম সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সব শিক্ষাবোর্ডকে নির্দেশনা দেওয়া হয়।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) পর্যায়ে বাবার নাম না দিয়ে মায়ের নাম দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণের সুযোগ নিয়ে ১৪ বছর আগে করা এক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মুচলেকা দিয়ে ‘শিশু বক্তা’ রফিকুলের জামিন

ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না এবং প্রতি মাসে থানায় দুবার হাজিরা দেবেন, এমন শর্তে চার মামলায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে জামিন দেন হাইকোর্ট। ২৮ মার্চ হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং বিশৃঙ্খলা করার অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাতে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব। পরদিন গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

বিচারককে সকালে এক মাসের কারাদন্ড, বিকেলে স্থগিত, জামিন

বিদায়ী বছরের ১২ অক্টোবর আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বর্তমানে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত) মো. সোহেল রানাকে এক মাসের বিনাশ্রম কারাদ- ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। সোহেল রানাকে সাতদিনের মধ্যে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এটা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। একই দিন দুপুরে হাইকোর্টের একই বেঞ্চ তাকে জামিন দেন। সন্ধ্যায় বিচারকের সাজা স্থগিত করেন চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম। একই সঙ্গে রায়ের বিরুদ্ধে সোহেল রানার করা আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়। এরই মধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন সোহেল রানা।

আপিলের শুনানিতে ৬ ডিসেম্বর সোহেল রানার আইনজীবী বলেন, ‘তিনি (সোহেল রানা) অনুতপ্ত। নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। 

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ রায়ের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সোহেল রানার করা আপিলের ওপর ৬ ডিসেম্বর শুনানি শেষে আপিল বিভাগে রায়ের জন্য এ দিন ধার্য করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহম্মদ ভূঁইয়া মার্কিন দূতাবাসে

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি জানানো ও গণমাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসা ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়াকে ৭ সেপ্টেম্বর বরখাস্ত করা হয়। এরপর বিকেলে নাটকীয়ভাবে পরিবার নিয়ে মার্কিন দূতাবাসে হাজির হন এমরান আহম্মদ। হয়রানির অভিযোগ তুলে রাজনৈতিক আশ্রয় চান দূতাবাসের কাছে। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে এমরান আহম্মদ ভূঁইয়া রাজনৈতিক আশ্রয় চেয়ে স্ত্রী ও তিন কন্যা সন্তানকে নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ওঠেন। তিনি দাবি করেন, আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যে তিনি আশঙ্কা করেছিলেন যে তাকে গ্রেফতার করা হতে পারে। তাই মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। তবে তার কোনো ক্ষতি হবে না, সে বিষয়ে আশ্বস্ত হয়ে বাসায় ফেরেন।

তারেক রহমানের বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা নিয়ে তোলপাড়

হাইকোর্টে ২০১৫ সালের ৬ জানুয়ারি আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনার করা রিটে কোনো পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য ইলেকট্রনিক ডিভাইসে তারেক রহমানের কোনো বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার, পুনঃউৎপাদন না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চেয়েছিলেন। ২৮ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব বক্তব্য অনলাইন থেকে সরানোর জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দেন হাইকোর্ট। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা সংক্রান্ত রুল শুনানির মধ্যে বাদীপক্ষের এক সম্পূরক আবেদনে এ আদেশ দেন। এদিকে ওই আদেশের পর হাইকোর্টের এ বেঞ্চের বিরুদ্ধে অনাস্থা জানান বিএনপির আইনজীবীরা। এসময় এজলাস কক্ষে বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়।

ইবিতে ছাত্রী নির্যাতন: ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ ৫ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচ অভিযুক্তকে আজীবনের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২১ আগস্ট জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী। সভায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরতœ শেখ হাসিনা হলে ফুলপরি খাতুন নামে এক নবীন ছাত্রীকে দুই দফায় রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ করা হয় বহিষ্কৃতদের বিরুদ্ধে। এতে চারটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। প্রতিটি তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা মিলে ও এ ঘটনায় হাইকোর্টে রিট হয়। এরপর তাদের স্থায়ী বহিষ্কার কেন করা হবে না এ ব্যাপারে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জেলা আইনজীবী সমিতির নেতাদের তলব

বিদায়ী বছরের ৫ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও অশালীন আচরণের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা, সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে তলব করেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই ঘটনায় খুলনা বার সভাপতি, পিরোজপুরের বার সভাপতি, নীলফামারী ও কুষ্টিয়া বারের সভাপতি-সম্পাদককে তলব করেন হাইকোর্ট। বিচারকদের সঙ্গে খারাপ আচরণের কারণে আদালত কঠোরভাবে ভর্ৎসনা করেন আইনজীবী নেতাদের।

হিন্দু নারীর ডিভোর্সের অধিকার দিতে রুল

বিদায়ী বছরের ১৪ মে হিন্দু বিবাহ আইনে নারীদের ডিভোর্সের অধিকার, সম্পত্তিতে উত্তরাধিকার কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হিন্দু বিবাহ আইনে বিয়ে রেজিস্ট্রেশন কেন বাধ্যতামূলক করা হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু : উচ্চপর্যায়ের কমিটি গঠন

বিদায়ী বছরের ৫ এপ্রিল নওগাঁয় র‌্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ওই ঘটনায় জড়িত র‌্যাব সদস্যদের দায়িত্ব থেকে আপাতত সরিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।

‘দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত ব্যক্তি সংসদ নির্বাচনে অযোগ্য’

দুর্নীতির মামলায় দুই বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামী সাংবিধানিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বিদায়ী বছরের ২২ অক্টোবর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন পর্যবেক্ষণ দেন। বিএনপির পাঁচ নেতার দুর্নীতির পৃথক মামলায় বিচারিক আদালতের দেওয়া দ- ও সাজা স্থগিত করে এ রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুবিধার্থে আপিলকারীদের সাজা স্থগিত করার কোনো সুযোগ নেই।

অবসরের তিন বছর আগে নির্বাচন করা যাবে না

অবসরের তিন বছর পার না হওয়া পর্যন্ত সামরিক-বেসামরিক ও সরকারি কর্মকর্তাদের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিধান কেন অবৈধ হবে না এ মর্মে জারি করা রুল খারিজ করেন হাইকোর্ট। ফলে সামরিক-বেসামরিক ও সরকারি কর্মকর্তারা অবসরের তিন বছর পার না হওয়ার আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না।

গত ৪ ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিএনপির ৭ শীর্ষ আইনজীবীনেতাকে তলব

বিদায়ী বছরের ১৫ নবেম্বর আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও মিছিল-সমাবেশ করায় তার ব্যাখ্যা দিতে বিএনপির সাত আইনজীবীনেতাকে তলব করেন আপিল বিভাগ। আগামী ১৫ জানুয়ারি তাদের আদালতে হাজির হতে বলা হয়েছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

রাষ্ট্রপতি নিয়োগ নিয়ে রিট খারিজ, রিটকারীকে লাখ টাকা জরিমানা

গত ১৮ মে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে ইসির গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে রিটকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অযৌক্তিক রিট করে আদালতের সময় নষ্ট করায় আইনজীবী এম এ আজিজ খানকে এমন জরিমানা করা হয়। পরে আপিল বিভাগের এ আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন রিটকারী। গত ৭ ডিসেম্বর রিভিউ আবেদনও খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব ও আইজি প্রিজন্সকে তলব

বিদায়ী বছরের ২০ নবেম্বর আদালতের আদেশ বাস্তবায়ন না করায় আইজি প্রিজন্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের একজন সচিবকে তলব করেন আপিল বিভাগ। তারা হলেন, আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। গত ৪ ডিসেম্বর তারা সশরীরে হাজির হয়ে আদালতের আদেশ বাস্তবায়ন না করার ঘটনায় আপিল বিভাগে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

মহান জাতীয় সংসদকে হাইকোর্টের ১৬ পরামর্শ

গত ৭ নবেম্বর দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের মহান জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। হাইকোর্ট রায়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মহান জাতীয় সংসদ পরামর্শসমূহ গুরুত্বসহকারে আমলে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’ বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ ১৬টি পরামর্শ দিয়ে ৭৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করেন।

ফৌজদারি আইনে মৃত্যুদন্ডের শাস্তির বিধান চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশের ফৌজদারি আইনে মৃত্যুদ-ের শাস্তির বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। গত ৭ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ রিট দায়ের করেন। চলতি বছরের জানুয়ারি মাসে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে।

https://www.dailysangram.info/post/545130