৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১:০৪

মুরগি ও তেলের দাম বেড়েছে

 

নিত্যপণ্যের বাজারে আবারো বেড়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। গত সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা বিক্রি হলেও গতকাল ২০ টাকা বেড়ে ২০০ টাকা কেজি বিক্রি করতে দেখা গেছে। সোনালি মুরগির কেজি মানভেদে ৩৩০ থেকে ৩৪০ টাকা, গত সপ্তাহে সোনালি মুরগি বিক্রি হয় ৩০০ থেকে ৩১০ টাকায়। মুরগির সাথে বেড়েছে তেলের দামও। প্রতি কেজি সয়াবিন তেল ঘোষণা ছাড়াই কেজিতে ৪ টাকা বাড়িয়ে ১৭৩ টাকা নিচ্ছে বিক্রেতারা। গতকাল শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মুরগি ব্যবসায়ীরা বলছে, সারা দেশে এখন নানা অনুষ্ঠান চলছে। এতে মুরগির চাহিদা অনেক বেড়েছে। এজন্য পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমে যাওয়ায় দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, শীতের সবজির ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দাম বেড়েছে। ৬০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই বললেই চলে। বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস বাজারে নতুন আলু প্রতি কেজি ৭০ থেকে ৭৫ টাকা। মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকা। দেশি রসুন প্রতি কেজি ২৫০ থেকে ২৬০ টাকা এবং আমদানি করা রসুন ২৩০ থেকে ২৪০ টাকা।
সবজির বাজারে বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা পিস, বাধাকপি ৪০-৫০ টাকা, শিম ৬০-৮০, টমেটো ৯০-১০০, পেঁপে ৪০-৫০ টাকা, করল্লা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা এবং কচুর লতি ৭০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সবজি ব্যবসায়ীরা বলছেন, হরতাল-অবরোধে ক্ষেত্রবিশেষে বেড়েছে পরিবহন খরচ। এ ছাড়া এবার আলুর দাম বেশি থাকায় অন্যান্য সবজির দামে এর প্রভাব পড়েছে। এ ছাড়া উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে বেশি দামে সবজি বিক্রি করছেন চাষিরা। ফলে দেশের প্রত্যন্ত এলাকার মোকামেও সবজির দাম বেশি।

বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা, পাঙ্গাশ প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা, চাষের কই প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, শোল ছোট সাইজের প্রতি কেজি ৫০০ টাকা, আর মাঝারি সাইজের ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে প্রতি কেজি রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, গলসা প্রতি কেজি ৬০০ টাকা, পাবদা প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৬০০ টাকা, গলদা প্রতি কেজি ৭০০ থেকে ৮০০ টাকা, টাকি মাছ প্রতি কেজি ৪০০ থেকে ৪৫০ টাকা, কাতল মাছ প্রতি কেজি ৩০০ থেকে ৩৩০ টাকা, আইড় মাছ ছোট সাইজের কেজি ৭০০ টাকা, টেঙরা মাছ ছোট প্রতি কেজি ৪৮০ থেকে ৫০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৭০০ থেকে ৭৫০ টাকা এবং রূপচাঁদা প্রতি কেজি আকার ভেদে ৮০০ থেকে ১১০০ টাকায় বিক্রি হচ্ছে।

https://www.dailynayadiganta.com/first-page/802430