৯ মে ২০১৭, মঙ্গলবার, ৯:২০

পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ

দেশের পশ্চিমাঞ্চলে চলছে তাপপ্রবাহ। এ ছাড়া অন্যান্য অঞ্চলে তাপপ্রবাহ না থাকলেও চলছে শুষ্ক আবহাওয়া। আকাশে সামান্য মেঘ থাকলেও নেই বৃষ্টি। রংপুর বিভাগের রাজারহাট ছাড়া গতকাল দেশের কোথাও বৃষ্টিপাত ছিল না। যদিও আবহাওয়া দফতর গতকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, মনয়নসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছিল। এসব এলাকায় কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও ইঙ্গিত দিয়েছিল। বাস্তব অবস্থা হলো গতকাল বৃষ্টিই হয়নি, শিলাবৃষ্টি কোথা থেকে হবে? অপর দিকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ অন্যান্য বিভাগের তাপমাত্রা তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে। বৃষ্টিহীন অবস্থা আরো কয়েক দিন বিরাজ করলে এসব অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। গত রোববার খুলনা, মংলা, সাতক্ষীরা ও যশোর অঞ্চল মৃদু তাপপ্রবাহের আওতায় থাকলেও গতকাল এর আওতা বেড়ে রাজশাহী ও ঈশ্বরদী পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 

গ্রীষ্মে বাংলাদেশের আবহাওয়া ঝড়-বৃষ্টির সাথে বেশ গরমও থাকে। কিন্তু চলতি বছরের অবস্থা যেমন একটু ভিন্ন রকম। দেশকে পূর্ব-পশ্চিমে ভাগ করলে পূর্ব দিকটা অপেক্ষাকৃত ঠাণ্ডা ও বৃষ্টিপ্রবণ এবং পশ্চিমাঞ্চলে অপেক্ষাকৃত গরম ও শুষ্ক অবস্থা বিরাজ করছে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, উত্তর ও পশ্চিমাঞ্চলের আবহাওয়ার সাথে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়াকে পরিষ্কারভাবেই পার্থক্য করা যায়। অন্য দিকে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের আবহাওয়ায়ও পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। উপকূলীয় অঞ্চলে ৩০ বছর আগে যেখানে জোয়ারের পানি প্রবেশ করত না, সেখানে এখন নিয়মিতই জোয়ারের পানি প্রবেশ করছে। ফলে মানুষের বাস্তুসংস্থানেরও যেমন সমস্যা হচ্ছে, অন্য দিকে আবহাওয়ার বিরূপ প্রভাবও মোকাবেলা করতে হচ্ছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন ছিল রংপুর বিভাগের ডিমলায় ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়নসিংহ ও সিলেট বিভাগ ও যশোর, কুষ্টিয়া ও কুমিল্লা অঞ্চলের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, ঈশ্বরদী, কুষ্টিয়া ও সাতক্ষীরা অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

http://www.dailynayadiganta.com/detail/news/218638