২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, ৩:০০

এইচএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণ

সব বিষয়েই ভালো করেছে মাদরাসার শিক্ষার্থীরা

 

অন্যান্য সাধারণ বোর্ডের শিক্ষার্থীদের তুলনায় মাদরাসার শিক্ষার্থীরা সব বিষয়েই ভালো করছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলেও তারা ভালো ফল করেছে। যে কারণে পাসের হারেও এগিয়ে আছে মাদরাসা বোর্ড। গত রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে অন্যান্য ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বিষয়ভিত্তিক ফলাফলেও অন্যদের চেয়ে এগিয়ে আছে মাদরাসার শিক্ষার্থীরা। বিশেষ করে ইংরেজি, আইসিটি ও বাংলায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে তারা।

 

বিষয়ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে মাদরাসা বোর্ডের শিক্ষার্থীরা বাংলা এবং রসায়নে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। এই দুই বিষয়ে তাদের পাসের হার ৯৯ ভাগ। যেখানে অন্যান্য সাধারণ বোর্ডের শিক্ষার্থীরা ৯৬ ভাগের বেশি কেউ পাস করেনি। বাংলায় ঢাকা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪২ ভাগ, রাজশাহীতে ৯৬ দশমিক ৬৬ ভাগ, কুমিল্লায় ৯৪ দশমিক ২৪ ভাগ, যশোরে ৯৪ দশমিক ৯৩ ভাগ, চট্টগ্রামে ৯৫ দশমিক ২১ ভাগ, বরিশালে ৯২ দশমিক ৯৬ ভাগ, সিলেটে ৯২ দশমিক ৩৬ ভাগ, দিনাজপুরে ৯৫ দশমিক ১০ ভাগ, ময়মনসিংহে ৯৫ দশমিক ০৪ ভাগ।

ইংরেজিতেও ভালো করেছে মাদরাসার শিক্ষার্থীরা। ইংরেজিতে মাদরাসার শিক্ষার্থীরা গড়ে পাস করেছে ৯৬ শতাংশ। যদিও অন্যান্য সাধারণ বোর্ডের মধ্যে শুধু চট্টগ্রাম বোর্ড ইংরেজিতে ৮৮ দশমিক ৯১ ভাগ পাস করলেও অন্যান্য বোর্ড বেশির ভাগই ৮০ শতাংশ বা এর আশপাশের অঙ্কেই রয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মাদরাসার শিক্ষার্থীরা রসায়ন বিষয়ে শতকরা ৯৯ ভাগ শিক্ষার্থী পাস করেছে। অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা বেশির ভাগ পাস করেছে ৯২ ভাগ কিংবা ৯৪ ভাগ। তবে শুধু ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা রসায়নে পাস করেছে ৯৬ দশমিক ৩৮ ভাগ মাত্র।

সাবজেক্ট ভিত্তিক পাসের হার বিশ্লেষণ করলে দেখা যায় অন্যান্য সাবজেক্টেও মাদরাসার শিক্ষার্থীরা অন্যদের তুলনায় ভালো করেছে। মাদরাসা বোর্ডের শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক পাসের হারে দেখা গেছে বাংলায় পাস করেছে ৯৯ শতাংশ, ইংরেজিতে ৯৬ শতাংশ, আইসিটিতে ৯৮ শতাংশ, পদার্থ বিজ্ঞানে ৯৭ দশমিক ১১ শতাংশ, রসায়নে ৯৯ শতাংশ, পৌরনীতিতে ৯৮ দশমিক ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

উল্লেখ্য এর আগে গত রোববার আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের সাত হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার আলিমের ৯০ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর পাসের হার ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে আলিমে ৯ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। অবশ্য গত বছরের তুলনায় চলতি বছর আলিমে জিপিএ-৫ ও পাসের হার কমেছে।

জানা গেছে, মাদরাসা বোর্ড থেকে ৯৮ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। দুই হাজার ৬৮৮টি মাদরাসার এসব শিক্ষার্থী এবার ৪৪৯টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন। আলিমে পাস করেছেন ৮৬ হাজার ৮৩২ জন শিক্ষার্থী। এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে। চলতি বছরের এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানের মোট পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থী।

এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। গত বারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে। গতবারের তুলনায় ৮৩ হাজার ৬৮৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

 

https://www.dailynayadiganta.com/first-page/794822