৭ মে ২০১৭, রবিবার, ১০:২৩

বাংলাদেশের মধ্য দিয়ে বিদ্যুতের লাইন চায় ত্রিপুরা

বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে বিকল্প বিদ্যুৎ লাইন দাবি করেছে ত্রিপুরা। বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে ভারতের রাজ্যগুলোর বিদ্যুৎমন্ত্রীদের সম্মেলনে ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে এ দাবি তোলেন। ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশবেষ্টিত উত্তর-পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরার বিদ্যুৎ সঞ্চালন লাইন বর্তমানে ৬৫০ কিলোমিটার দূরে আসামের বিশ্বনাথ চারিয়ালি দিয়ে পূর্ব ভারতীয় গ্রিডের সঙ্গে যুক্ত। তবে বাংলাদেশের মধ্য দিয়ে বিকল্প লাইন হলে মাত্র ৩০০ কিলোমিটার দূরত্ব পেরোলেই পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের পূর্ব ভারতীয় গ্রিডে।
এ বিষয়ে মানিক দে বলেন, দুর্গম পাহাড়ি পথের বদলে বাংলাদেশ দিয়ে খুব সহজেই যুক্ত হওয়া যায় পশ্চিমবঙ্গে পূর্ব ভারতের গ্রিডে। বিকল্প এ পথ চালু হলে শুধু ত্রিপুরা নয়, সমগ্র উত্তর-পূর্ব ভারত উপকৃত হবে। তিনি জানান, বিদ্যুৎমন্ত্রীদের বৈঠকে বিষয়টি সমর্থন আদায় করেছে। কেন্দ্রীয় সরকারও এটি বিবেচনার জন্য শিগগিরই ত্রিপুরাতে বিশেষজ্ঞ দল পাঠাতে রাজি হয়েছে। ভারত সরকারের মাধ্যমেই বাংলাদেশ সরকারের কাছে তারা বিষয়টি উত্থাপন করতে চান বলে জানান ত্রিপুরার এ মন্ত্রী।

http://www.jugantor.com/news/2017/05/07/122776/