৬ মে ২০১৭, শনিবার, ১০:০৮

বিশ্ববাজারে ফের ব্যাপকভাবে কমল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কায় এবার কমছে তেলের দাম। এ দফায় তেলের দাম কমেছে ৫ শতাংশ। গত ৫ মাসের মধ্যে তেলের দাম এখন সর্বনিন্মে। বিশ্লেষকরা বলছেন, তেলের উৎপাদন বাড়লেও চাহিদা বাড়ছে না। এ কারণে দাম আরও কমতে পারে।
গার্ডিয়ান জানায়, বৃহস্পতিবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেল ৪৫.২৯ ডলারে বিক্রি হয়েছে। এদিকে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম শুক্রবার ৩ ভাগ কমে প্রতি ব্যারেলের দাম ৪৫ ডলারের নিচে নেমে এসেছে। গত ১ সপ্তাহে তেলের দাম কমেছে ১০ ভাগ।
জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক তেলের উৎপাদন কমাতে রাজি না হওয়ায় পণ্যটির দাম কমেছে। এর আগে ডিসেম্বরে ওপেক তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিলে দাম বেড়ে যায়। তখন প্রতিদিন ১৮ লাখ ব্যারেল কম তেল উত্তোলনের সিদ্ধান্ত হয়। এটা কার্যকর থাকবে জুন পর্যন্ত।
এদিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন প্রায় ১০ ভাগ বেড়ে দৈনিক ৯৩ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে দেশটির তেলের উৎপাদন বৃদ্ধি দাম হ্রাসে ভূমিকা রেখেছে। পাশাপাশি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল ব্যবহারকারী চীনে এ পণ্যটির চাহিদা কমে যাবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

http://www.jugantor.com/last-page/2017/05/06/122528/