৩ মে ২০১৭, বুধবার, ৯:৫৭

সাত দফা দাবিতে অনড় ব্যবসায়ীরা

নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনের সংশোধনের দাবিতে ব্যবসায়ীরা এখনও আগের অবস্থানে রয়েছেন। এ নিয়ে মতৈক্য সৃষ্টি হয়নি সরকার ও ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীরা তাদের সাত দফা প্রস্তাব নিয়ে অনড় অবস্থানে রয়েছেন। এ নিয়ে দফায় দফায় মিটিং হলেও দ্বন্দ্ব আরও বাড়ছে। এ দ্বন্দ্ব এখনও প্রকাশ্যে রূপ পেয়েছে। এনবিআরও এ আইনের পক্ষে প্রচার চালাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন অবস্থার পরিবর্তন না হলে আন্দোলন ছাড়া কোন উপায় নেই।

সর্বশেষ গত ১৭ এপ্রিল এ নিয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। ভ্যাট আইনের বিষয়ে ব্যবসায়ীদের দ্বিমতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সভা। এরপর গত ৩০ এপ্রিল এনবিআর এবং এফবিসিসিআই’র বাজেট পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সেখানে অর্থমন্ত্রী এবং ব্যবসায়ীরা নেতারা প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান, এনবিআরের ভ্যাট নীতির সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষে এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, ব্যবসায়ী মঞ্জুর আহমেদসহ বেশ কয়েকজন।

সূত্রমতে এনবিআরসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে নতুন ভ্যাট আইনের বিষয়ে সাতটি প্রস্তাব উত্থাপন করেন এফবিসিসিআই’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন। প্রস্তাবগুলো হলো- সব পর্যায়ে ভ্যাট অব্যাহতির সীমা ৩৬ লাখ টাকায় উন্নীত করা, টার্নওভার করের সীমা ৮০ লাখ টাকা থেকে দেড় কোটি টাকা করা, ব্যবসায়ী পর্যায়ে বার্ষিক ৩৬ লাখ টাকার বেশি টার্নওভার হলে দুই শতাংশ হারে ভ্যাট নির্ধারণ, উপকরণ কর রেয়াত গ্রহণে অসমর্থ প্রতিষ্ঠানের করযোগ্য সরবরাহের ক্ষেত্রে সরকার কর্তৃক হ্রাসকৃত হারে ভ্যাট আরোপের বিধান আইনে অন্তর্ভুক্ত করা, উৎসে কর্তনের ক্ষেত্রে এক তৃতীয়াংশের পরিবর্তে প্রযোজ্য সমূদয় ভ্যাট উৎসে কর্তনের বিধান করা, স্থাবর সম্পত্তির পরিশোধিত ভ্যাটের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত গ্রহণ রহিত করা এবং ‘সহযোগী’ হিসেবে খেলাপি করদাতার আত্মীয়ের নিকট থেকে কর আদায়ের বিধান রহিত করা।
ভ্যাট আইন চালুর পর থেকেই ব্যবসায়ীরা এসব দাবি করে এলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এগুলো গ্রহণযোগ্য নয় বলে মত দিয়ে আসছিলেন। সর্বশেষ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকেও এ নিয়ে মতৈক্য হয়নি। এ সময় সরকারের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে এনবিআর সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সাত দফা দাবির মধ্যে তৃতীয় ও চতুর্থ দাবি নতুন আইনের মূল বৈশিষ্ট্যের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ দুটো গ্রহণযোগ্য নয়। বাকি বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সভায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতা জসিদ উদ্দিন বলেন, সরকারের কাছে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে কয়েক বছর ধরেই। সবার জন্য ১৫ শতাংশ হারে ভ্যাট চালু হলে তা বাজারমূল্যের ওপর প্রভাব ফেলবে। জিডিপি’র প্রবৃদ্ধিতেও প্রভাব পড়বে। বিনিয়োগেও স্থবিরতা নেমে আসবে। নতুন উদ্যোক্তারা বিনিয়োগে সাহস পাবে না।
সম্পূরক শুল্কের বিষয়ে ওই সভায় কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সম্পূরক শুল্ক কমে গেলে স্থানীয় শিল্পকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। এ বিষয়গুলো গণতান্ত্রিক সরকার হিসেবে সরকার আমলে নেবে বলে আশা করি। আমরা দীর্ঘদিন ধরেই এসব দাবি সরকারের কাছে করে আসছিলাম। সরকার আমাদের আশ^াস দিয়েছিলেন। কিন্তু এখনও শেষ সময়ে এসে বলছেন উল্টো কথ্ াতাহলে রাজপথে আন্দোলনের দিকে সরকারই ব্যবসায়ীদের ঠেলে দিচ্ছেন।
ওই সভায় অর্থমন্ত্রী আবারও স্পষ্ট করেছেন যে, ১ জুলাই নতুন আইন বাস্তবায়ন হবে, যাতে ভ্যাটের হার হবে একটিই, তা হলো ১৫ শতাংশ। এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে দ্রতই আরেকটি ছোট পরিসরের সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে।
উল্লেখ্য, এর আগে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকেও আলোচনা হয় এ বিষয়ে। তাতে ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, দোকান মালিক সমিতি, ঢাকা দোকান মালিক সমিতি, প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রফতানিকারকদের সমিতির নেতারা উপস্থিত হন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় সভাটি।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ভ্যাট আইন সংশোধন করে ২০১২ সালে নতুন ভ্যাট আইন পাস করা হয়। ওই আইন আগামী জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সে হিসেবে আর ৫৮ দিন বাকি রয়েছে আইনটি বাস্তবায়নে।
এ বছর বেশ আগে থেকেই এ আইনটি নিয়ে বিপুল আলোচনা শুরু হয়। বিশেষ করে এ আইন অনুসারে বিভিন্ন ছোট-ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপের কথা রয়েছে, যার বিরোধিতা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা কিছু কিছু খাতে পূর্বের ন্যায় প্যাকেজ ভ্যাট অব্যাহত রাখাসহ নানা দাবি জানিয়ে আসছিলেন। গত বছর আইন বাস্তবায়ন না করলেও প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন। পরে ২০১৪ সালে এনবিআর ও এফবিসিসিআই’র মধ্যে একটি যৌথ কমিটি গঠিত হয়। ওই কমিটি সাতটি নীতিগত সুপারিশ তৈরি করে।
ব্যবসায়ীরা বলছেন আইনটির অনেক নেতিবাচক দিক রয়েছে। তার পরেও সরকার কেন আইনটি বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে তা বুঝা যাচ্ছেনা। সরকার ব্যবসায়ী এবং সাধারন জনগনের দাবির প্রতি সম্মান দেখাচ্ছেনা। এর আগেও ব্যবসায়ীরা এই আইনটি বাতিলের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছিল। কিন্তু তখন সরকার ব্যবসায়ী নেতা এবং এনবিআরের সমন্বয়ে এক যৌথ কমিটি করে। এ কমিটির মতৈক্যে পৌছার কথা থাকলেও তাতে তারা ব্যতৃ হয়েছে।এই অবস্থায় আইনটি বাস্তবায়নে মক্ত অবস্থানে রয়েছে সরকার। এদিকে ব্যবসায়ীরাও তাদের দেয়া সাতটি দাবিতে অনড় রয়েছে। তারা বলছেন দাবি আদায়ে প্রয়োজনে ছাত্রদের মত রাজপথে অবস্থান নেবে। তারা দীর্ঘদিন ধরেই এ দাবিতে আন্দোলন করছে। তারা বলেন,ভ্যাট দিবে এ দেশের ব্যবসায়ীর্ াতাদের মতকে উপেক্ষা করে এই আইন বাস্তবায়ন করা কঠিন। হবে। আর সরকার বলছে,আইন বাস্তবায়নে প্রয়োজনে তারা প্রশাসনকে ব্যবহার করবে। কারন হিসেবে তারা বলেন,ব্যবসায়ীরা সাধারন ক্রেতার কাছ থেকে ১৫ ভাগ আদায় করছেন। কিন্তু তারা সে ভ্যাট সরকারের কোষাগারে জমা না দিয়ে নিজেরাই আত্মসাত করছেন। আর এ কারনেই তারা এই আইনের বিরোধীতা করছেন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে সরকার।

http://www.dailysangram.com/post/282199