৯ অক্টোবর ২০২৩, সোমবার, ৫:৩৫

দাম বাড়ছে, আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

ডিমের বাজার স্থিতিশীল করতে তৃতীয় দফায় আরও পাঁচ কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে দুই দফায় ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, ‘বাজার পরিস্থিতি বিবেচনায়’ বাজারে ডিমের সরবরাহ বৃদ্ধি এবং বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর শর্ত প্রতিপালন সাপেক্ষে পাঁচটি কোম্পানিকে এক কোটি করে মোট পাঁচ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হলো।

এই পাঁচ কোম্পানি হলো- ইউনিয়ন ভেনচার লিমিটেড, জে এফ জে প্যারাডাইস কানেকশন, লায়েক এন্টারপ্রাইজ, মেসার্স লাকি এন্টারপ্রাইজ এবং মেসার্স পিংকি ট্রেডার্স। দেশে প্রতিদিন চার কোটি ডিমের প্রয়োজন হয়। ডিমের বাজার যৌক্তিক কারণ ছাড়াই চড়তে থাকায় সরকার প্রতিটি ডিমের সর্বোচ্চ খুচরা মূল্য ১২ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু তারপরও বাজারে ১৩ টাকার নিচে ডিম পাওয়া যাচ্ছে না। এ পরিস্থিতিতে গত ১৮ই সেপ্টেম্বর চার কোম্পানিকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দেয়া হয়। পরে ২১শে সেপ্টেম্বর আরও ৬ কোটি ডিম আমদানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ডিম আমদানির ক্ষেত্রে গতবারের মতো এবারও পাঁচটি শর্ত বেঁধে দিয়েছে সরকার।

শর্তগুলো হলো- এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু মুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে। আমদানি করার ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের সরকারের মাধ্যমে নির্ধারিত কিংবা ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত সনদ দাখিল করতে হবে।

সরকার নির্ধারিত শুল্ক বা কর পরিশোধ করতে হবে। নিষিদ্ধ পণ্য আমদানি করা যাবে না। সরকারের অন্যান্য বিধিবিধান মেনে চলতে হবে।

তবুও বাড়ছে ডিমের দাম: তিন সপ্তাহ আগে খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম সর্বোচ্চ ১২ টাকা বেঁধে দিয়েছিল সরকার। এরপরও দাম নিয়ন্ত্রণে না এলে ১০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়। ওই সময় কিছুটা দাম কমতে শুরু করেছিল। তবে এখন টানা তিনদিন বৃষ্টির পর ঢাকায় নতুন করে ডিমের দাম বেড়ে গেছে। রাজধানী ঢাকায় দুদিন আগেও ফার্মের মুরগির ডিম ১৫০ টাকা ডজন বিক্রি হয়েছে। কিন্তু এখন ডজনপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। ফলে বাজারে প্রতি ডজন ডিম এখন ১৫৫ টাকা এবং পাড়া-মহল্লার কিংবা অলিগলির দোকানে তা ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। বর্তমান হিসেবে ডিমের দাম সাড়ে ১৩ টাকার কাছাকাছি চলে গেছে। এতে এক ডজন ডিম সাধারণ মানুষের নির্ধারিত দামের থেকে বাড়তি গুনতে হচ্ছে ১৬ টাকা। নিত্যদিনের খাদ্যতালিকার অন্যতম অনুষঙ্গ ডিমের দাম বাড়ায় অসন্তোষও জানিয়েছেন ক্রেতারা।

https://mzamin.com/news.php?news=77631