১৭ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:২৯

অনলাইনে ভুয়া বিজ্ঞাপনে নিঃস্ব হচ্ছেন বিদেশগামীরা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে নিজেদের বানানো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে ফেলে বিদেশগামী শ্রমিকদের শুরুতেই নিঃস্ব করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঢাকায় গড়ে উঠা বেশ কয়েকটি প্রতারকচক্র। এই চক্রের কাজ হচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, রোমানিয়া, ইতালি, কানাডাসহ বিভিন্ন দেশের লোভনীয় বেতন আর সুযোগ সুবিধার কথা বলে ইন্টারভিউর নামে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া। যদিও এসব চক্রকে শনাক্ত করে নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এনফোর্সমেন্ট অ্যান্ড মনিটরিং (টাস্কফোস) সেল রয়েছে। কিন্তু তাদের রহস্যজনক নীরবতার সুযোগে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে খোদ ঢাকা শহরে একের পর এক প্রতারণার কাজ চালিয়ে যেতে পারছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদেশে শ্রমিক পাঠানোর সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নাম ব্যবহার করে ইতোমধ্যে অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দিয়ে বিদেশ যেতে ইচ্ছুক কর্মীদের সাথে প্রতারণা করছে একটি চক্র। প্রতারকচক্রের কারো সাথে টাকা লেনদেন না করার জন্য বোয়েসেল থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।

দু’দিন আগে অফিসিয়াল ফেসবুক পাতায় প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক এ বি এম আবদুল হালিম (উপসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সতর্কতার কথা জানিয়ে বলা হয়, বোয়েসেলের নাম ব্যবহার করে বেশ কিছু ওয়েবসাইট ও ফেইসবুক পেজে বিদেশে শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রচার-প্রচারণা চালাচ্ছে। একই সাথে কর্মী নিয়োগের আশ্বাস দিয়ে বিদেশগামীদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ, মেডিক্যাল টেস্ট ও ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করার পর সার্ভিস চার্জ গ্রহণ করা হয়। আর বৈদেশিক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি শুধুমাত্র বোয়েসেলের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেইসবুক পেইজে প্রকাশ করা হয়ে থাকে। তাই বোয়েসেলের মাধ্যমে অভিবাসন প্রত্যাশীদের শুধুমাত্র বোয়েসেল ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে টাকা লেনদেন করা থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে সরকারি প্রতিষ্ঠান থেকে।

শুধু বোয়েসেল নয়, ঢাকার বিভিন্ন রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশে শ্রমিক প্রেরণের প্রচার-প্রচারণা চালিয়ে মানুষজনকে সর্বশান্ত করার চেষ্টা করা হচ্ছে।

ইতোমধ্যে চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সৌদি আরবের বিখ্যাত কোম্পানিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বাইক রাইডার, ডেলিভারিম্যান পদে সর্বোচ্চ সাড়ে ৪ হাজার ৫০০ রিয়াল বেতন দেয়ার কথা উল্লেখ করে হাঙ্গার স্টেশন নামক কোম্পানিতে রিক্রুট করার প্রলোভন দেখাচ্ছে। শর্ত অনুযায়ী বাইক রাইডার পদে কোনো লাইসেন্স লাগবে না, বয়স ২১-৩৫ বছর, ১২ ঘণ্টা ডিউটি, ইংরেজি জানতে হবে, থাকা খাওয়া, আকামা কোম্পানির উল্লেখ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুকসহ নানা অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিদেশগামীদের আকৃষ্ট করার চেষ্টা চলছে। শুধু একটি, দু’টি নয় এমন শত শত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিদেশে শ্রমিক পাঠানোর বিজ্ঞাপন দিয়ে যথাসময়ে পাসপোর্ট ও ডিপোজিট টাকা নিয়ে ইন্টারভিউতে হাজির হওয়ার জন্যও চক্রটি প্রলোভন দেখাচ্ছে। অথচ এসব প্রতিষ্ঠানের নামে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগানুমতি আছে কি নেই তা যাচাই করা না গেলেও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে কর্মী সংগ্রহ করার অনুমতি নাই বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে। শুধু সৌদি আরব নয়, ইউরোপের দেশ ইতালি, রোমানিয়া, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইতোমধ্যে কতিপয় রিক্রুটিং এজেন্সির মালিক কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগ আছে এমন অসংখ্য অফিসে গড়ে উঠা প্রতারক নামক এজেন্টদের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েও বিপদে রয়েছে। এদের খপ্পরে পড়ে অনেকে প্রতারিত নয় নিঃস্ব হয়ে যাচ্ছেন। পরে বিদেশ যেতে না পেরে ওই প্রতারিত ব্যক্তিরাই পরবর্তীতে অভিযোগ জানাচ্ছেন বিএমইটির অভিযোগ সেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএমইটির অভিযোগ সেলে শত শত এমন প্রতারণার অভিযোগ জমা পড়ছে ভুক্তভোগীদের মাধ্যমে। কিন্তু সেখান থেকেও তারা কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ। তবে যেসব রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতারণার অভিযোগ রয়েছে তাদের লাইসেন্স কর্তৃপক্ষ ব্লক করে দিয়েছে। তবে লাইসেন্স ব্লক করার সংখ্যা কতগুলো তা জানতে গত সপ্তাহে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (কর্মসংস্থান) মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি নয়া দিগন্তকে তথ্য জানাতে পারেননি।

https://www.dailynayadiganta.com/last-page/777888