১৩ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৩:১৪

অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাজ্যের

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার ঢাকা-লন্ডন ৫ম কৌশলগত সংলাপে যুক্তরাজ্যের তরফে এমন প্রত্যাশার কথা জানানো হয়। এমন নির্বাচন আয়োজনে যে কোনো ধরনের সহযোগিতা দেয়ারও প্রস্তাব দিয়েছে বৃটেন। জবাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের নির্বাচন আয়োজনের সক্ষমতাও রয়েছে।

এদিন বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন। সংলাপ শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ আছে। তারা অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায়। সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে আমরা জানিয়েছি। নির্বাচনে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে তারা সহযোগিতা দিতে প্রস্তুত। আমরা বলেছি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে আমরা সক্ষম। নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চাইলে বাংলাদেশ স্বাগত জানাবে।

সংলাপে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে ব্রিটিশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন।

তিনি দুই দিনের সফরে সোমবার সকালে ঢাকায় এসেছেন। ঢাকায় সফরকালে পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি ফিলিপ রাজনীতিবিদ, সুশীলসমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে লন্ডনে চতুর্থ কৌশলগত সংলাপ হয়েছিল। এবার ঢাকায়। আগের সংলাপে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএ) করা নিয়ে উভয়পক্ষ রাজি হয়েছিল। এবার চুক্তিগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা করার সুযোগ আছে।

বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দেশ-বিদেশে নানা আলোচনা চলছে। এমন সময়ে হতে হওয়া সংলাপে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দিলো যুক্তরাজ্য। আর ঢাকার পক্ষ থেকে লন্ডনকে অবাধ ও সুষ্ঠুু নির্বাচন করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

https://www.dailysangram.info/post/535333