৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:৪০

শাহবাগে ৩৫ চাকরি প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীদের মারধর ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে শাহবাগ থানা পুলিশ। পূর্ব ঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি শেষে মিছিল নিয়ে গতকাল বিকাল সাড়ে পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে শাহবাগ থানার কাছাকাছি পৌঁছাতেই রমনা জোনের এডিসি হারুনের নেতৃত্বে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়। পুলিশি বাধার ব্যাপারে আন্দোলনরত বেলাল হোসেন নামে একজন বলেন, আমরা শহীদ মিনারে কর্মসূচি দিয়েছিলাম। সেখানে পুলিশ ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার আল্টিমেটাম দেয়। এরপর আমরা থানায় আত্মসমর্পণ করতে আসলে পুলিশ আমাদের উপর হামলা করেন। এগুনোর সময় চাকরিপ্রত্যাশীরা পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশের লাঠিপেটায় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এ সময় চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল হাসান শুভকে গ্রেপ্তার করা হয়।
হামলার শিকার হওয়ার পর চাকরির বয়সসীমা ৩৫ প্রত্যাশী চাকরিপ্রার্থীরা বিশ্ববিদ্যালয়দের রাজু ভাস্কর্যের সামনে এক সংবাদ সম্মেলনে মারধরের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হই। আমাদের কর্মসূচির শেষদিন ছিল।

উদ্দেশ্য ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করা। আর এ বিষয়টি কোনোভাবে পুলিশ জেনে যায়। একপর্যায়ে বিকাল ৪টার দিকে পুলিশ এসে আমাদের হুমকি দেয় ১০ মিনিটের মধ্যে জায়গা খালি না করলে সবাইকে গুলি করা হবে।

রাসেল বলেন, এমতাবস্থায় আমরা সবাই প্রতিবাদস্বরূপ শাহবাগ থানার সামনে গিয়ে জড়ো হই এবং দুই হাত তুলে সবাইকে গণগ্রেপ্তারের আহ্বান জানাই। আমরা জানিয়ে দিই যে আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। এমন সময় পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে। আমাদের আহ্বায়ক শরিফুল হাসান শুভকে গ্রেপ্তার করে। মারধরের ঘটনায় বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয় বলেও জানান তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি কিন্তু কোনো ফলাফল পাচ্ছি না। গত ১০ই জুন আমরা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেছিলাম। সেদিন আমাদের নানান ব্লেইম দিয়ে মারধর করা হয়। অথচ আমরা স্বাধীনতার স্বপক্ষের শক্তি।

পুলিশি নির্যাতনের বর্ণনা দিয়ে সংগঠনের যুগ্ম আহ্বায়ক উর্মি সিদ্দিকা বলেন, একটা সভ্য দেশে একটা কুকুরকেও এভাবে মারা হয় না যেভাবে আমাদের ভাইদের মারা হয়েছে। মিছিল সমাবেশ করা তো আমাদের সাংবিধানিক অধিকার! আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমাকেও তারা ছাড় দেয়নি।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫, অবসরের বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিসমূহ বাস্তবায়নে ৩০ই আগস্ট থেকে ৮ই সেপ্টেম্বরের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ‘সাবেক পিএসসি চেয়ারম্যানের সাদাকালো ছবি এক হাতে ধরে আরেক হাতে মুখ চেপে নীরব অভিনব প্রতিবাদ’ করেন আন্দোলনকারীরা।

https://mzamin.com/news.php?news=73166