৭ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার, ১০:২২

মাধ্যমিকের পর ঝরে পড়েছে ৩ লাখ ৮০ হাজার শিক্ষার্থী

মাধ্যমিক পাসের পর ঝরে পড়েছে তিন লাখ ৮০ হাজার শিক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করা পর কলেজে ভর্তির আবেদনই করেনি এই শিক্ষার্থীরা। ফলে জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় পাস করার পর তিন-চতুর্থাংশ শিক্ষার্থীই ঝরে পড়ছে। সূত্র মতে, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে কলেজে ভর্তির আবেদন করেছিল ১৩ লাখ ৭ হাজার শিক্ষার্থী। তবে কলেজে ভর্তির জন্য কলেজ নির্বাচন করে কলেজ পেয়েছে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন।
সূত্র জানায়, এবার একাদশ শ্রেণীতে বিভিন্ন কলেজ ও মাদরাসায় ভর্তির জন্য প্রথম ধাপে ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী নির্বাচিত হয়েছেন। তবে আবেদন করেও নির্বাচিত হতে পারেননি ৪৫ হাজার ১৮৩ জন। প্রথম ধাপে প্রায় ১৩ লাখ সাত হাজার শিক্ষার্থী বিভিন্ন কলেজ মাদরাসায় ভর্তির আবেদন করেছিলেন। চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। গত মঙ্গলবার রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের এখন চলছে কলেজ নিশ্চায়নের পর্ব।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন যারা প্রথম ধাপে আবেদন করে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেননি তাদের দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বর পর্যালোচনা করে কলেজের পছন্দ দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

জানা গেছে, একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd) প্রবেশ করে ফল দেখা যাবে। শিক্ষার্থীরা তাদের রোল নম্বর, বোর্ডের নাম, পাসের বছর ও রেজিস্ট্রেশন নম্বর ইনপুট দিয়ে ফল দেখতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি ভেরিফিকেশন কোডও এন্ট্রি দিতে হবে, যা নির্ধারিত ওয়েবপেজেই প্রদর্শিত আছে।

কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফির ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে। মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেয়ার প্রয়োজন নেই। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।

আর যেসব শিক্ষার্থী প্রথম ধাপে কলেজে ভর্তির আবেদন করেননি বা কলেজের ভর্তির জন্য নির্বাচিত হননি তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদন করতে পারবেন। একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২ থেকে ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

https://www.dailynayadiganta.com/first-page/775459