৩ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:২০

বাংলাদেশের পণ্য ক্রয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র জার্মানী যুক্তরাজ্য ॥ পণ্য বিক্রিতে চীন ও ভারত

বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানী, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স প্রভৃতি দেশ। আর বাংলাদেশে পণ্য বিক্রির ক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন, ভারত, সিঙ্গাপুর, ব্রাজিল প্রভৃতি দেশ। তবে বৈদেশিক বাণিজ্যের প্রথম দশটি দেশের মধ্যে রাশিয়ার কোনো অবস্থান আলাদাভাবে চিহ্নিত করা যায়নি।

সদ্য বিদায়ী অর্থবছরের শেষ জুন মাসে বৈদেশিক বাণিজ্যের চালচিত্র বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, জুন মাসের হিসাবে বাংলাদেশ থেকে সর্বাধিক পরিমাণ পণ্য ক্রয় করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই পণ্যের মূল্য ৯২ হাজার ৮৬৩ মিলিয়ন টাকা। বাংলাদেশের শীর্ষ ১০টি পণ্য আমদানিকারক দেশের র‌্যাংকিংয়ে এটি এক নম্বর স্থান। এটি বাংলাদেশের মোট রফতানির শতকরা ১৭ দশমিক ৩৪ ভাগ। দ্বিতীয় স্থানে আছে জার্মানী। তাদের নেয়া পণ্যের মূল্য ৭২ হাজার ৭৮৭ মিলিয়ন টাকা। এটি মোট রফতানির শতকরা ১৩ দশমিক ৫৯ ভাগ। তৃতীয় স্থানে আছে যুক্তরাজ্য। তাদের নেয়া পণ্যের মূল্য ৪৭ হাজার ৮৩৪ মিলিয়ন টাকা। এটি মোট রফতানির শতকরা ৮ দশমিক ৯৩ ভাগ। এর পরের দেশগুলো হলো যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা প্রভৃতি। অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অবস্থান।

অন্যদিকে বাংলাদেশ যেসব দেশ থেকে পণ্য আমদানি করেছে তার শীর্ষে রয়েছে চীন। তাদের প্রেরিত পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৭৮ হাজার মিলিয়ন টাকা। এটি বাংলাদেশের মোট আমদানির শতকরা ২৫ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। জুন মাসে তাদের প্রেরিত পণ্যের মূল্য ছিল ৯৩ হাজার ২৬১ মিলিয়ন টাকা। এটি বাংলাদেশের মোট আমদানির শতকরা ১৩ দশমিক ১৩ ভাগ। এর পরের দেশগুলো হলো যথাক্রমে সিঙ্গাপুর, ব্রাজিল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আরব আমিরাত, সৌদি আরব প্রভৃতি। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশে পণ্য প্রেরণ করে প্রায় ১৯ হাজার ৩০০ মিলিয়ন টাকার।

তথ্যে দেখা যায়, বাংলাদেশের পণ্য ক্রয়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান এক নম্বরে এবং বাংলাদেশে পণ্য বিক্রির ক্ষেত্রে নবম স্থানে। আর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বাংলাদেশের পণ্য গ্রহণে র‌্যাংকিংয়ের উপরের দিকে থাকলেও বাংলাদেশে পণ্য বিক্রিতে অনেক নিচের অবস্থানে রয়েছে।

অপরদিকে চীন ও ভারত বাংলাদেশের পণ্য ক্রয়ের ক্ষেত্রে শীর্ষ দশের নিচে অবস্থান করছে। কিন্তু বাংলাদেশে পণ্য বিক্রির ক্ষেত্রে শীর্ষ স্থান দখল করে আছে। বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের শতকরা ১৪ দশমিক ৯১ ভাগ চীন দখল করে থাকলেও তা মূলত তাদের পণ্য বাংলাদেশে বিক্রির হিসাবে। মোট বাণিজ্যের শতকরা ৯ ভাগ দখলে রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে তা বাংলাদেশ থেকে পণ্য ক্রয়ের হিসাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ২০২১-২২ থেকে পূর্ববর্তী ২০১২-১৩ পর্যন্ত অর্থবছরগুলোর হিসাবেও দেখা যায়, যে শীর্ষ ১০টি দেশ বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করেছে তার মধ্যে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা, জাপান এবং অন্যান্য দেশ। এর মধ্যে চীন, ভারত ও রাশিয়ার অবস্থান অনেক নিম্নগামী।
রেমিট্যান্স প্রাপ্তি

বিদেশে কর্মরত বাংলাদেশের জনশক্তি দেশে যে রেমিট্যান্স প্রেরণ করে তাতে বরাবর মধ্যপ্রাচ্যের দেশগুলোই শীর্ষস্থানে থাকে। এসব দেশের মধ্যে রয়েছে, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, ওমান, কুয়েত ও বাহরাইন। আর পশ্চিমা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই হিসাবের মধ্যে চীন, ভারত ও রাশিয়ার অবস্থান নির্ণয় করা যায়নি।

https://www.dailysangram.info/post/534455