৩০ এপ্রিল ২০১৭, রবিবার, ১২:০২

ফের গণমাধ্যমের ওপর চড়াও ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে ফের গণমাধ্যমের ওপর চড়াও হলেন ডোনাল্ড ট্রাম্প।


শনিবার পেনিসেলভিনিয়ার এব সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প দাবি করেন, তিনি একের পর এক প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন কিন্তু সাংবাদিকদের তা তুলে ধরছেন না বরং 'বাস্তবতার সাথে সম্পর্কহীন মিথ্যা সংবাদ' তারা প্রকাশ করছেন। খবর বিবিসির

ট্রাম্প তার সমাবেশে আরো বলেন, তার প্রথম ১০০ দিন ছিল 'খুবই উত্তেজনাকর এবং উৎপাদনশীল'।

এর আগে হ্যারিসবার্গে এক সমাবেশে ট্রাম্প বলেন, তার ১০০ দিন নিয়ে গণমাধ্যম যেসব কথা বলেছে, সেজন্যে তাদের 'বড় একটা ফেলের গ্রেড' দেয়া উচিত।

তিনি উপহাস করে বলেন, সাংবাদিকদের নৈশভোজের বিষয়ে হলিউড তারকাদের একটি বড় দল এবং ওয়াশিংটনের গণমাধ্যম এখন নিজেদের সান্ত্বনা দেয়ার চেষ্টা করছে এবং নৈশভোজটি হবে খুবই নীরস।

বারাক ওবামার প্রশাসন সবকিছু 'অগোছালো' করে রেখেছিল বলে দাবী করেন ট্রাম্প। তিনি বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বড় সিদ্ধান্ত জানানো হবে।'

যদিও আগে তিনি জলবায়ু পরিবর্তনকে ভাঁওতাবাজি বলে উড়িয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, যুক্তরাষ্ট্রকে তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরিয়ে নেবেন।

http://bangla.samakal.net/2017/04/30/289179