২ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৭:৪৭

ডেঙ্গু আক্রান্ত দেড় হাজার : মৃত্যু ৪

বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন বলে ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা মানুষকে কামড়াতে ভুলে যায় না, কিন্তু সারা দেশে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি কমে গেছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, গতকাল শুক্রবার সারা দেশে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৫৩৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। প্রকৃতপক্ষে ছুটির দিন থাকায় সব হাসপাতাল গতকাল ডেঙ্গুর রিপোর্ট স্বাস্থ্য অধিদফতরে পাঠায়নি। ঢাকা শহরের ভেতরে ও আশপাশের ১৮টি হাসপাতাল গতকাল তাদের হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের ভর্তি ও মৃত্যুর রিপোর্ট পাঠায়নি। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের মতো বেশি রোগী ভর্তি করে সেখান থেকেই গতকাল কোনো রিপোর্ট পাঠানো হয়নি। স্বাস্থ্য অধিদফতর বলছে, সে কারণে গতকাল হাসপাতালে নতুন ভর্তি রোগী কিছুটা কমেছে। গত দুই সপ্তাহ থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০’র মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে আসলেও গতকাল কমপক্ষে ৭০০ থেকে ৮০০ আক্রান্ত কম দেখানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে ডেঙ্গু আক্রান্তদের ৬২.১ শতাংশ পুরুষ এবং নারীদের হার ৩৭.৯ শতাংশ। গত জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশে ৭৭ হাজার ৮০৮ জন পুরুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। অন্যদিকে নারীরা ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৫৩৪ জন। কিন্তু মৃত্যুর দিক থেকে পুরুষের তুলনায় নারীরা বেশি। এ পর্যন্ত যে ৫৯৭ জন ডেঙ্গু আক্রান্ত মারা গেছে, এর মধ্যে নারীদের সংখ্যা ৩৪৭ জন এবং পুরুষ মৃত্যুর সংখ্যা ২৫০ জন। পুরুষের তুলনায় নারী রোগীদের মৃত্যুর হার বেশি ৫৮.১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর বলছে, গতকাল যে এক হাজার ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে এদের ৫৮৯ জন ঢাকায় এবং ঢাকার বাইরে আক্রান্ত রোগী ছিল ৯৪৫ জন।

এ বছর গত ৮ মাসে দেশে যত মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে তা অতীতে কখনো এমন হয়নি। যেমন গত বছর ডেঙ্গু আক্রান্ত হয় ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে আক্রান্ত হয়েছে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৪০৫ জন, ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত ছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং ২০১৮ সালে ডেঙ্গু আক্রান্ত ছিল ১০ হাজার ১৪৮ জন।

২০২০ সালটি ছিল কোভিড-১৯ মহামারীর। কোভিডের সময় অনেক দিন দেশে লকডাউন ছিল। সে কারণে ঢাকা শহর অনেকটা খালি হয়ে পড়ে। হয়তো সে কারণেই ডেঙ্গু সংক্রমণও কমে গিয়েছিল। অপর দিকে ২০২১ সালটিও ছিল কোভিড-১৯ মহামারীর সময়। কোভিড যখন কমেছে তখন ডেঙ্গু কিছু বেড়েছে। ২০২১ সালেও শুধু ঢাকায় নয় সারাদেশেই বিভিন্ন সময় লকডাউনের আওতায় ছিল।

স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা বলছেন, চলতি সেপ্টেম্বর মাসটিও ডেঙ্গুর মৌসুম। ডেঙ্গু জীবাণুবাহী এডিস মশা বেড়ে উঠা, ডিম পেড়ে লার্ভা ফোটানোর মতো অনুকূল পরিবেশ এ মাসেও থাকবে। এডিস মশার ডিম পাড়ার জন্য প্রয়োজন বাতাস আর্দ্র থাকা, একটা নির্দিষ্ট মানের তাপমাত্রা (২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস) এবং থেমে থেমে বৃষ্টির প্রয়োজন হয়। বাংলাদেশে এই সেপ্টেম্বর মাসেও ডেঙ্গু জীবাণুুবাহী এডিস মশার সব উপযুক্ত পরিবেশ থাকবে। ফলে এ মাসেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে ডেঙ্গুর ব্যাপারে। হাসপাতালগুলোতে আগের মতোই ডেঙ্গু রোগীদের জন্য সিট থাকতে হবে, চিকিৎসার জন্য ডাক্তার ও নার্সদের প্রস্তুত রাখতে হবে। সামনে অক্টোবর থেকে হয়তো ডেঙ্গু সংক্রমণ কিছুটা কমে যেতে পারে।

অভয়নগরে ডেঙ্গু রোগী বাড়ছেই
অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, সারা দেশের মতো যশোরের অভয়নগর উপজেলায়ও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ঘরে ঘরে অসুস্থ হচ্ছে মানুষ। কেউ কেউ হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হয়ে অবহেলার অভিযোগ তুলেছেন। তা ছাড়া পরীক্ষা-নিরীক্ষা করালেও বেশির ভাগই সিজিনাল জ্বর ভেবে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছেন। যাদের বেশির ভাগ আবার সুস্থও হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যদিও ডেঙ্গুর বিভিন্ন উপস্বর্গ তাদের মধ্যে দেখা যাচ্ছে।

আবার কেউ কেউ বাড়িতে বসে চিকিৎসা নিতে গিয়ে বিপাকেও পড়ছেন। গত আগস্ট মাসেই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৭৮ জন ডেঙ্গু রোগী। সম্প্রতি বাড়িতে বসে চিকিৎসা নিতে গিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে ডেঙ্গু উপসর্গ নিয়ে রাফেজা খাতুন (৬৮) নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগ মুহূর্তে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে এলেও পরীক্ষা-নিরীক্ষার আগেই তিনি মারা যান।

এ ছাড়া দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে ডেঙ্গু উপসর্গ নিয়ে বাড়িতে বসে চিকিৎসা নিয়ে অবশেষে শেষ মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কোহিনুর বেগম (৫৫) নামের আরো এক নারী। গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভয়নগরে এই প্রথম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করলেও এক সপ্তাহ পূর্বে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাফেজা খাতুন নামে আরো এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

https://www.dailynayadiganta.com/first-page/774226