৯ আগস্ট ২০২৩, বুধবার, ৯:৪৪

ডেঙ্গু পরিস্থিতি

আরেক চিকিৎসকের মৃত্যু ৫৮% রোগী ঢাকার বাইরে

আগস্টে মারা যাওয়া ৮৮% ঢাকার বাসিন্দা

দেশে গত এক দিনে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন তরুণ চিকিৎসক রয়েছেন। গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছে দুহাজার ৭৪২ জন। ঢাকায় এক হাজার দুই জন ও ঢাকার বাইরে এক হাজার ৭৪০ জন।

গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হাসপাতালে ভর্তি ৫৮ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকার বাইরের।

তরুণ চিকিৎসকের মৃত্যু
ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত সোমবার রাত সোয়া ১টার দিকে চিকিৎসক আলমিনা দেওয়ান মিশু মারা যান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে ছিলেন।

চিকিৎসক মিশু ঢাকার মাতুয়াইলে বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।

মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন, ‘মিশু আমাদের নিয়মিত কর্মকর্তা নন, এখানে এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তাঁর চূড়ান্ত পরীক্ষা দেওয়ার কথা ছিল। জুনের পর থেকে বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) পড়ালেখা করছিলেন তিনি, সেখানে তাঁর প্লেসমেন্ট ছিল। গত ২৪ জুলাই তাঁর জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসায়ই চিকিৎসা নিচ্ছিলেন।

অবস্থা খারাপ হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিন থেকে চার দিন আগে এভারকেয়ার থেকে তাঁর পরিবারকে জানানো হয়, তিনি অলরেডি ব্রেন ডেড। অর্থাৎ মস্তিষ্ক অকার্যকর হয়ে পড়েছে। পরিবার চাইছিল চিকিৎসা চালিয়ে যেতে, এ জন্য ঢাকা মেডিক্যাল কলেজে আনা হয়। রাতে সেখানেই মারা যান।’

ডা. মিশুর বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায়। তাঁর ছোট একটি মেয়ে রয়েছে। এর আগে গত ২২ জুন ৩৯তম বিসিএসের স্বাস্থ্য কর্মকর্তা ও ঢাকা মেডিক্যালে কর্মরত চিকিৎসক আরিফুর রহমান ডেঙ্গুতে মারা যান।

ভর্তি ৫৮% ঢাকার বাইরের
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আগস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২০ হাজার ৩৯৩ জন। এর মধ্যে ঢাকায় আট হাজার ৫২৩ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮৭১ জন। অর্থাৎ আগস্টে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর ৫৮ শতাংশ ঢাকার বাইরের।

আগস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে মারা গেছে ৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৭৩ জন এবং ঢাকার বাইরে ১৬ জন। অর্থাৎ আগস্টে এ পর্যন্ত মারা যাওয়া ৮৮ শতাংশ ঢাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৯ হাজার ৪৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৭২ হাজার ২২৫ জন। ঢাকায় ৩৭ হাজার ৭২২ জন এবং ঢাকার বাইরে ৩৪ হাজার ৫০৩ জন।

ডেঙ্গুতে এ পর্যন্ত মৃত্যু ৩৪০ জনের। ঢাকায় ২৬৯ জন, ঢাকার বাইরে ৭১ জন। সে অনুযায়ী, ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত ১৪০ জনে একজনের মৃত্যু হয়েছে।

https://www.kalerkantho.com/print-edition/last-page/2023/08/09/1306649