৮ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ১২:৫২

‘ভোগান্তির ব্যাপকতা কমবে না’

ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন হলে তাতে মানুষের ভোগান্তি দূর হবে না বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আগের তুলনায় ভোগান্তি কিছুটা কমলেও ভোগান্তির ব্যাপকতা কমবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে নতুন যে আইন করা হচ্ছে সেখানে কিছু অপরাধের শাস্তির পরিমাণ কমানো হচ্ছে। আর জামিন অযোগ্য কিছু ধারাকে জামিনযোগ্য করা হচ্ছে। অর্থাৎ নতুন আইনে মানুষের ভোগান্তি দূর হবে না, তবে আগের তুলনায় ভোগান্তি কিছুটা কমবে।

ডিজিটাল নিরাপত্তা আইনে অপরাধের বিভিন্ন সংজ্ঞায় সমস্যা আছে জানিয়ে তিনি বলেন, আমরা যেটি বলতে চাচ্ছিলাম ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন অপরাধের সংজ্ঞা এত জেনারালাইজড বা এত ব্যাপক যে, এই সংজ্ঞাকে অপব্যবহার করে পুলিশ যে কাউকে ফাঁসিয়ে দিতে পারে। যে কারও বিরুদ্ধে পুলিশ বা ক্ষমতাসীন দল মামলা করতে পারে। যারা ভিন্নমত পোষণ করে এবং বিরোধী দলের জন্য এটি আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান তিনি। বলেন, নতুন আইনে ভোগান্তির মাত্রা সামান্য কমবে, কিন্তু ব্যাপকতা কমবে না। এত সমালোচনার পরও যতটুকু পরিবর্তন করা হচ্ছে, সেই পরিবর্তনটা হতাশাব্যঞ্জক বলে মনে করি।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে অসংখ্য মামলা করা হয়েছে। মানুষকে প্রচণ্ড ভোগান্তিতে পড়তে হয় এই মামলা খেয়ে। বলা হয়েছে, এই আইনের সকল মামলা চলমান থাকবে।

এখানে যুক্তি দেয়া হয়েছে যে, অন্য সকল আইনে এমন পদ্ধতি রয়েছে। কিন্তু অন্যান্য আইন তো এত খারাপ ও জঘন্য না। যেই আইনের পরিবর্তন সরকার নিজেই প্রয়োজন অনুভব করছে, সেই আইনে অতীতের সকল মামলা কেন চলবে?

সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, এই আইনে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ কারও যদি মানহানি হয়ে থাকে এবং সেজন্য জাজ সাহেব যদি সর্বোচ্চ ২৫ লাখ টাকা জরিমানা করেন, তাহলে সেই টাকা রাষ্ট্র পাবে। সম্মানহানি হলো আপনার আর টাকা পাবে রাষ্ট্র-এটা তো অবাস্তব।

তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার আইনটি ১০০ বছর আগেই দুনিয়া থেকে উঠে গেছে। আমাদের মতো দেশগুলোতে এটিকে এখনো অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এটি থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সবাই এটাকে অপব্যবহার করে। এটি সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়।


https://mzamin.com/news.php?news=68385