৫ আগস্ট ২০২৩, শনিবার, ১:৩৪

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭৫৭ মৃত্যু ১০

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৫৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ঢাকার ২০টি সরকারি হাসপাতাল ও ৫টি বেসরকারি হাসপাতালে একই সময়ে ৮৯২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে ১০ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৫৬৮ জন। ঢাকার বাইরে দেশের অন্যান্য অংশে ভর্তি আছেন ৪ হাজার ৪৫৮ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৬১ হাজার ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সব মিলিয়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৯৩ জন। হাসপাতালে ভর্তি রোগীদের ঢাকায় ছিল ৩৩ হাজার ৪৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮ হাজার ১৯ জন।
এর আগে ডেঙ্গুতে এক বছরে এত মৃত্যু হয়নি বাংলাদেশে। ২০২২ সালে ডেঙ্গুতে এক বছরে সর্বাধিক ২৮১ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে সারা দেশে রেকর্ড ১ লাখ ১ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয় ১৭৯ জনের। ২০২২ সালে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ বছর সাত মাসেই সেই সংখ্যা প্রায় ছুঁয়ে ফেলেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গতকাল শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় ১৪টি হাসপাতাল ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি এবং মৃত্যুর তথ্য দেয়নি। অনেক জেলা থেকেও শুক্রবার তথ্য আসেনি। ফলে গতকাল যে ১ হাজার ৭৫৭ জনের তথ্য দেয়া হয়েছে এটা আংশিক। আজ শনিবার বাকি তথ্যগুলো যোগ করে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গুর তথ্য দেবে। সে কারণে আজ শনিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

https://www.dailynayadiganta.com/first-page/767431