২৫ জুলাই ২০২৩, মঙ্গলবার, ১:০৮

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ২২৯৩ রোগী হাসপাতালে আরও ৯ জনের প্রাণহানি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। জুলাই মাসের ২৪ দিনে ১৩৮ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ২৭ হাজার ২৯২ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৫ জনে। এর মধ্যে নারী ১০৫ জন এবং পুরুষ ৮০ জন মারা গেছেন। মোট মৃত্যুর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২ হাজার ২৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ২৯৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ২৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২ হাজার ২৯৩ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬৩ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরে ৩ হাজার ৬৮ জন। চলতি বছরের এ পর্যন্ত ৩৫ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ২২ হাজার ৪১২ জন এবং নারী ১২ হাজার ৮৫৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৬২২ জন।

অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন ২ জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন এবং মারা গেছেন ৩৪ জন। জুলাই মাসে শনাক্ত ২৭ হাজার ২৯২ জন এবং মারা গেছেন ১৩৮ জন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ অনেক ডেঙ্গু রোগী বাসায় থেকে চিকিৎসা নেন, তাদের হিসাব স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নেই।

চট্টগ্রামে আক্রান্ত হয়েছে আরও ৯৩জন
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে গতকাল সোমবার ২৪ ঘন্টায় ডেংগু আক্রান্ত হয়েছে আরও ৯৩ জন।চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূএ বলছে, সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে আরও ৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেংগু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১২৭জনে। এছাড়া শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২২ জন। গতকাল বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছিল ২৮৩ জন।

ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরী সভা-২৩ জুলাই রবিবার রিহ্যাব চট্টগাম রিজিওনাল অফিসে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সভায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ¦রের ভয়াবহতা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। জরুরী ভিত্তিতে ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিহ্যাব সদস্যদের প্রকল্পসমূহ এডিস মশামুক্ত করার লক্ষ্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। বর্তমানে দেশে ডেঙ্গুজ¦র ভয়াবহ রুপ নিয়েছে এবং বিশ^ স্বাস্থ্য সংস্থার আশংকার পরিপ্রেক্ষিতে রিহ্যাব সদস্যদের প্রতিটি প্রকল্পে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ফগার মেশিন দিয়ে মশক নিধন স্প্রে এবং বসবাসরত সকলকে ডেঙ্গুর ভয়াবহতা এবং এর থেকে মুক্তি পাওয়ার জন্য সচেতন কারর বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।কমিটির অন্যান্য সদস্য হলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১, ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোঃ নাজীম উদ্দিন, মোঃ মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারিস্থ বিনতে নূর।

https://dailysangram.info/post/530865