২২ জুলাই ২০২৩, শনিবার, ১২:৪১

জুলাই হতে পারে কয়েক শ বছরের মধ্যে উষ্ণতম মাস

সম্প্রতি বিশ্বজুড়ে তাপপ্রবাহ শুরু হয়েছে। প্রায় প্রতিদিনই তাপমাত্রা আগের রেকর্ডকে ছাড়িয়ে যাচ্ছে। গত ৩ জুলাই ছিল দৈনিক তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পৃথিবীর উষ্ণতম দিন। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক বিশিষ্ট জলবায়ু বিশেষজ্ঞ জানিয়েছেন, চলতি জুলাই মাস কয়েক হাজার না হলেও অন্তত কয়েক শ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে যাচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় গত বৃহস্পতিবার নাসার জলবায়ু বিশেষজ্ঞ গেভিন শ্মিডট বলেন, এ মাসে প্রতিদিনই তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বর্তমানে যে চরম দাবদাহ চলছে তা প্রশ্নাতীত। তিনি বলেন, ‘আমরা বিশ্বজুড়ে নজিরবিহীন পরিবর্তন দেখছি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে আমরা যে তাপপ্রবাহ দেখছি তা আগের সব রেকর্ড ভেঙে ফেলছে।

’ তিনি জানান, এই বিরূপ তাপমাত্রার জন্য শুধু ‘এল নিনো’ নামের বিশেষ আবহাওয়া পরিস্থিতিকে দায়ী করা যায় না। কারণ এবারের এল নিনো মাত্র কিছুদিন আগে শুরু হয়েছে।

সম্প্রতি বিশ্বজুড়ে চরম তাপপ্রবাহ, দাবানল, প্রবল বৃষ্টিপাত ও বন্যা বিশেষ করে ইউরোপ, এশিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বিপর্যয়ের সৃষ্টি করেছে। এসব দুর্যোগ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও গতিপ্রকৃতি সম্পর্কে বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করে তুলেছে।
এই পরিস্থিতিতে নাসার জ্যেষ্ঠ জলবায়ু বিশেষজ্ঞের পক্ষ থেকে এই সতর্কবার্তা এলো।

উষ্ণতা বৃদ্ধির চিত্র পৃথিবীর গড় তাপমাত্রায়ও প্রতিফলিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশন (এনওএএ) ১৯৭৯ সাল থেকে সর্বোচ্চ গড় তাপমাত্রার হিসাব রাখছে। সংস্থাটির তথ্য মতে, গত ৩ জুলাই বৈশ্বিক গড় তাপমাত্রা সর্বোচ্চ ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.৬২ ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়। এর আগে সর্বোচ্চ বৈশ্বিক গড় তাপমাত্রার রেকর্ডটি ছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস বা ৬২.৪৬ ডিগ্রি ফারেনহাইট।

https://www.kalerkantho.com/print-edition/first-page/2023/07/22/1301085